মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে শনিবার ভোরে জেলা কারাগারের সামনের দরজা ভেঙে অন্তত ৬০ বন্দি পালিয়েছে। এদের মধ্যে পাঁচজন গাড়িতে করে পালানোর সময় দুর্ঘটনায় নিহত হয়। এছাড়াও পালানোর সময় আটক করা হয়েছে আরও ৮ জনকে। নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
নিরাপত্তা বাহিনী সংবাদমাধ্যমকে জানিয়েছে, প্রায় ৬৯ জন বন্দি পালিয়ে গিয়েছিলেন। এর মধ্যে আটজনকে ধরা সম্ভব হয়েছে। সেই আটজন জানিয়েছেন, তাদের একটি গাড়ি গাছের সঙ্গে ধাক্কা লেগেছে এবং এতে পাঁচজন বন্দি মারা গেছেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে এনএনও।
এর আগে গত এপ্রিলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছিল, লেবাননের কারাগারে অতিরিক্ত বন্দি আছে। তাদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উদ্বেগ দেখা দিয়েছে। এ নিয়ে বন্দিদের পরিবারের মধ্যেও অসন্তোষ সৃষ্টি হয়েছে। শেষে তারা এর বিরুদ্ধে বিক্ষোভও করেছে।
লেবাননের কারাগারে বন্দি নির্যাতনের অভিযোগ বেশ পুরোনো। এ ইস্যুতে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন সময় উদ্বেগ জানিয়ে আসছে। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।