Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খাল ভরাট করে রাস্তা নির্মাণের অভিযোগে পৌর মেয়রের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণের অভিযোগে কোটালীপাড়া পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ আমলী আদালত গ-অঞ্চলের সিনিয়র ম্যাজিস্ট্রেট কাঞ্চন কুমার কুন্ডুর আদালতে জনস্বার্থে মামলাটি দয়ের করেছেন কলেজের ছাত্র সাদ্দাম হোসেন। মামলার বিবরণে জানা যায়, উপজেলার মোক্ষকোটালী মৌজায় প্রবাহমান খাল ভরাট করে কোটালীপাড়া পৌর মেয়র পৌরসভার উন্নয়নমূলক কাজের আওতায় রাস্তা নির্মাণ কাজের ওয়ার্ক অর্ডার দিয়েছেন। এ আদেশ পেয়ে ঠিকাদার মিজানুর রহমান খাল ভরাট করে রাস্তা নির্মাণ করছেন। এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা ভূমি অফিসের সরেজমিন তদন্ত প্রতিবেদন দাখিল করার পরও সরকারি খালের ভূমি দখল রোধ কল্পে জনস্বার্থে ওই ছাত্র এ মামলাটি দায়ের করেছে বলে মামলায় উল্লেখ করেছেন। এ বিষয়ে কোটালীপাড়া পৌর মেয়র অহিদুল ইসলাম সরকারি খাল দখল করে রাস্তা নির্মাণের কথা অস্বীকার করে বলেন, কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে বলে শুনেছি। তিনি বলেন, যেখানে রাস্তা নির্মাণ করা হচ্ছে সেখানে কোন খাল নেই। আমাকে হেয় করতে ও সরকারি উন্নয়ন কাজে কাধা সৃষ্টি করতেই মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাল ভরাট করে রাস্তা নির্মাণের অভিযোগে পৌর মেয়রের বিরুদ্ধে মামলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ