বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় সিরাজুল হক সরকারী উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন ও মতবিনিময় সভায় মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়টি সরকারি করনের পর মা-বাবা হীন প্রতিষ্ঠান হয়ে পড়েছে। আমি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হয়ে প্রধান মন্ত্রীর সহযোগীতায় সর্ব প্রথম সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ তলা ভবন বরাদ্ধ করিয়েছি। নাজিরপুরের এখণও বিল ঞ্চলের শিক্ষাথিরা দুটি জামা প্যান্ট নিয়ে নৌকা যোগে বিদ্যালয় যায় এবং কাদা লাগানো পোশাকটি পরির্বতন করে অন্য পোশাক পরে ক্লাশ করতে হয়। এহেন পরিস্থিতি থেকে আমার নির্বাচনী এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান উন্নত সম্বৃদ্ধ শিক্ষাঙ্গন তৈরী করতে চাই
তিনি আরো বলেন, এত দিন উন্নয়নের দিক থেকে দক্ষিনাঞ্চল ব্যহত ছিল। উন্নয়নের দিক থেকে আমরা অভিষ্ঠ লক্ষ্যে পৌছেছি। বিগত দিনে আমাদের পিরোজপুরে প্রত্যাশিত উন্নয় হয়নি। আমার মনে হয় আমি মন্ত্রী হবার পর স্বাধীনতার পর থেকে পিরোজপুরের নাজিরপুরে এত উন্নয় হয়নি। গতকাল বিকাল ৩ ঘটিকায় স্থানীয় সিরাজুল হক সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা র্নিবাহী অফিসার মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্তো জেলা প্রসাশক চৌধুরী রওশন ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন, পিরোজপুর জেলা শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার, সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য কামরুজ্জামান (শামিম), জেলা যুবলীগ সভাপতি আকতারুজ্জামান ফুলূ উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মোসারেফ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, কেন্দ্রীয় কৃষকলীগ সদস্য অতিয়ার রহমান চৌধুরী (নান্নু), আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।