Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে : সেলিমা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আমরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। সরকার স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, সেটা জনগণের সামনে বারবার প্রতিষ্ঠিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত এক আলোচনা সভায় গতকাল তিনি এ কথা বলেন।
সেলিমা রহমান বলেন, কীভাবে একটা সরকার তার রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে, রাষ্ট্রের প্রশাসন দিয়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, তা জনগণ দেখতে পেয়েছে। তাই আমি বলব, নির্বাচনকে তারাই প্রশ্নবিদ্ধ করেছে। তারা যদি সত্যিকারে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাইতো, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইতো, তাহলে উপনির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দিত।
তিনি বলেন, সরকার মিথ্যাচারের মধ্য দিয়ে ইতিহাসকে বিকৃত করছে, সংসদকে কলঙ্কিত করছে। সমগ্র জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
সেলিমা রহমান বলেন, আমরা জানি বাংলাদেশের মানুষের স্বাধীনতা নাই। নির্বাচনের কোন বৈধতা নেই। দিনের ভোট রাতে হয়ে যায়। আমাদের নেতাকর্মীদের রাতের অন্ধকারে ধরে নিয়ে যায়। গুম করে দেয়। তারা জোর করে ক্ষমতা দখল করে আছে। শুধু ক্ষমতা দখল করে নয় তারা নির্যাতন হামলা মামলা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ধ্বংস করতে চায়।
সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেলিমা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ