নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকি স্থগিত করেছিল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। যে টুর্নামেন্টের খেলা ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে স্থগিত থাকা জুনিয়র এশিয়া কাপ হকি নতুন তারিখ নির্ধারণ করেছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)। তাদের সিদ্ধান্ত মতো আগামী বছরের ১ থেকে ১০ জুলাই পর্যন্ত ঢাকায় হবে এই টুর্নামেন্টের খেলা। এর আগে একাধিকবার পিছিয়েছে এ টুর্নামেন্ট। সর্বশেষ ২১ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার চিন্তা মাথায় রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দেয়নি। তাই এএইচএফের সঙ্গে যোগাযোগ করে টুর্নামেন্ট স্থগিত করেছিল বাহফে। তার মে বা জুন মাসে টুর্নামেন্ট করতে চেয়েছিল। তবে এএইচএফ আগেই বলেছিল, আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) অনুমোদন নিয়ে তারা তারিখ নির্ধারণ করবে। এশিয়া হকির সর্বোচ্চ সংস্থা বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ টুর্নামেন্টের খবর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে শুক্রবার প্রকাশ করে বলেছে, নতুন সিডিউলে অনুমোদন দিয়েছে এফআইএইচ। তবে ২০২০ সালের টুর্নামেন্ট ২০২১ সালে চলে যাওয়ায় ২১ বছরের বেশি বয়সের খেলোয়াড়রাও এতে খেলতে পারবেন। তার জন্য বয়সের একটা সীমা নির্ধারণ করে দিয়েছে এএইচএফ। ১৯৯৯ সালের ১ জানুয়ারি এবং তার পর যাদের জন্ম তারা টুর্নামেন্টে অংশ নিতে পারবে।
টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে খেলবে গত আসরের চ্যাম্পিয়ন ভারত, রানার্সআপ পাকিস্তান, তৃতীয় দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে- জাপান, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তান ও সিঙ্গাপুর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।