নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সিঙ্গাপুর ওপেন অনলাইন চ্যাম্পিয়নশিপ শুটিংয়ের এয়ার রাইফেলে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশের শুটার রবিউল ইসলাম। আর ব্রোঞ্জপদক জয় করেন দেশসেরা শুটার আবদুল্লাহ হেল বাকী। শুক্রবার অনুষ্ঠিত খেলায় রবিউল ২৪৭.৭ স্কোরে রুপা ও বাকী ২২৬.৯ স্কোরে ব্রোঞ্জপদক জিতলেও ২০৪.৯ স্কোর করে রাব্বি হাসান মুন্না চতুর্থ ও ১৬২.৩ স্কোরে রিসালাতুল ইসলাম ষষ্ঠস্থান পান। এই ইভেন্টে ২৪৮.৭ স্কোর করে স্বর্ণপদক জেতেন ইন্দোনেশিয়ার রাদিত্য প্রাদানা। এদিকে ১০ মিটার এয়ার পিস্তলে ১৯৭.৯ স্কোর করে শাকিল আহমেদ চতুর্থ হন। এই ইভেন্টে মিশরের ইয়াহিয়া ইয়াহিয়া শামস ২৪১.৬ স্কোরে স্বর্ণ, ভিয়েতনামের ফান ঝুয়ান চুয়েন ২৩৯.২ স্কোরে রুপা ও স্বাগতিক সিঙ্গাপুরের গাই বিন ২১৭.৭ স্কোরে ব্রোঞ্জপদক জেতেন। প্রতিযোগিতায় বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মিশর, আস্ট্রেলিয়া, কোরিয়া ও স্বাগতিক সিঙ্গাপুরের শুটাররা অংশ নেন। চারটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে ১০জন শুটার ৩টি ইভেন্টে অংশ নেন। এরমধ্যে ১০মিটার এয়ার রাইফেল পুরুষ ইভেন্টে ৪ শুটার ফাইনালে খেললেও দু’জন পদক জেতেন। এর আগে ঢাকায় অনুষ্ঠিত শেখ রাসেল অনলাইন শুটিংয়ে বাকী ব্রোঞ্জপদক জেতেন। এছাড়া করোনাকালে ইন্দোনেশিয়া কর্তৃক অনুষ্ঠিত অনলাইন শুটিংয়েও ব্রোঞ্জপদক জিতেছিলেন দেশসেরা এই রাইফেল শুটার। ব্রোঞ্জ জিতে হতাশ আবদুল্লাহ হেল বাকী। সোনা জয়ের ট্র্যাকেই নাকি ছিলেন তিনি। বাকীর বলেন, ‘আজ (কাল) সকাল ১১টায় শুটিং রেঞ্জে দাঁড়ানোর পর থেকেই আমি স্বর্ণপদক জয়ের পথেই ছিলাম। এমনকি ১৮ ও ১৯ তম শটেও স্বর্ণপদক জয়ের কাছাকাছি ছিলাম। কিন্তু এর পরেই একটি বাজে শট মেরে সোনাজয়ের ট্র্যাক থেকে ছিটকে যাই। কি আর করা। সব আশা শেষ হয়ে যায়। তাই ব্রোঞ্জপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।