বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিয়ের পিঁড়িতে আর বসা হলনা গৃহশিক্ষক রাসেল মৃধার। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। গত বুধবার রাত ৯টায় নরসিংদী জেলা শহরের নাগরিয়াকান্দি এলাকায় এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে। জানা গেছে, শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মান্নান মৃধার ছেলে রাসেল মৃধা নরসিংদী শহরের বিভিন্ন মহল্লায় টিউশনি করে জীবিকা নির্বাহ করতো। বিয়ের প্রস্তুতি হিসেবে টিউশনি করে বেশ কিছু টাকা জমিয়ে সে গ্রামের বাড়িতে একটি ঘর নির্মাণ করেছিল। কিছুদিনের মধ্যেই তার বিয়ে করার কথা ছিল। শিক্ষক নিবন্ধন পরীক্ষায়ও সে কৃতকার্য হয়েছে। গত বুধবার রাতে সাইকেলে নাগরিয়াকান্দি মহল্লার প্রফেসর আবুল কালাম আজাদের নাতিকে পড়াবার জন্য রওয়ানা দেয়।
পথিমধ্যে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এখান থেকে নামার সাথে সাথে এলোপাতাড়ি ছুরির আঘাত করতে থাকে। মারাত্মক রক্তাক্ত অবস্থায় সে চিৎকার করতে আশেপাশের লোকজন ঘটনাস্থলের দিকে আসতে থাকে। এই অবস্থায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে লোকজন তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।