Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা কেড়ে নিলো তুরস্কের সাবেক চ্যাম্পিয়ন রেসলারকে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ৮:৫৪ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাস এবার কেড়ে নিলো তুরস্কের সাবেক চ্যাম্পিয়ন রেসলার রেসিত কারবাকাককে। করোনায় আক্রান্ত হয়েই ৬৬ বছর বয়সে বৃহস্পতিবার মারা যান তিনি। কারবাবাক ছিলেন সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। তুরস্কের রেসলিং ফেডারেশন তার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছে। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার পর হার্ট অ্যাটাক হয় কারবাকাকের। সঙ্গে সঙ্গেই তুরস্কের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু করোনার সঙ্গে লড়াইয়ে আর পেরে উঠেননি। মৃত্যুর পর বৃহস্পতিবার বুরসা উত্তর প্রদেশে তাকে সমাহিত করা হবে। ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ফ্রি স্টাইল ক্যাটাগরিতে যোগ দিয়েছিলেন কারাবাকাক। রেসলিং থেকে অবসরে যাওয়ার পর তুরস্কের জাতীয় দলকে কোচিং করিয়েছেন সাবেক এই রেসলার। প্রয়াত এই রেসলিং কিংবদন্তির মৃত্যুতে শোক জানিয়েছেন তুরস্কের যুব ও ক্রীড়ামন্ত্রী মেহমেত মুহাররম কাসাপোগলোও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ