মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বের শীর্ষস্থানীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ প্রায় দু’বছর পর আবারো আকাশে উড়তে চলেছে। এ বছর শেষেই যাত্রীরা আবার বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ উড়োজাহাজে চড়ে ভ্রমণ করতে পারবেন। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন (এফএএ) ৭৩৭ ম্যাক্স এর উড়ান অনুমোদন করার কথা ঘোষণা করেছে।
২০১৯ সালের মার্চে বিশ্বব্যাপী বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের উড়োজাহাজের প্রায় দুই-তৃতীয়াংশই ব্যবহার না করে মাটিতে নামিয়ে রাখা হয়েছিল।
পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে এ ধরনের নতুন দুটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন আরোহী নিহত হওয়ার পর বিশ্বের অধিকাংশ এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ উড়োজাহাজ ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়।
দুর্ঘটনাকে কেন্দ্র করে বোয়িং এবং বিমান নিরাপত্তার সনদ দেওয়া এফএএ সমালোচনার শিকার হওয়ার পর এক পর্যায়ে এফএএ ’ও এক জরুরি আদেশে বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ চলাচল নিষিদ্ধ ঘোষণা করে।
গত ২০ মাস ধরে নানা পরীক্ষা-নীরিক্ষা, প্রযুক্তির উন্নয়নে গবেষণা, বোয়িং এর শীর্ষপদে রদবদল-সহ নিরাপত্তা ইস্যুতে ব্যাপক পর্যালোচনার পরই এবার এফএএ ওই উড়োজাহাজ আবার আকাশে ওড়ার অনুমোদন দিল বলে জানিয়েছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’।
আমেরিকান এয়ারলাইন্স ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারির মধ্যে মিয়ামি এবং নিউ ইয়র্ক রুটে একটি ম্যাক্স যাত্রীবাহী উড়োজাহাজের ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে। সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।