Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঙ্গীতশিল্পী হিসেবেই প্রতিষ্ঠিত হতে চান সুবর্ণা আক্তার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

অল্প সময়ে গানের ভুবনে এসে সিনেমায় প্লে-ব্যাক করে ফেলেছেন এই প্রজন্মের সঙ্গীতশিল্পী সুবর্ণা আক্তার। সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ সিনেমায় ‘সাদা কালো মেঘে’ (সিনেমার টাইটেল সং) গানটি গেয়েছিলেন তিনি। প্রথম প্লে-ব্যাকেই শ্রোতা-দর্শকের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন সুবর্ণা। সুবর্ণা গাজীপুরের টঙ্গীর মেয়ে। সেখানকার ওস্তাদ ইত্তেফাকের কাছেই ক্লাশ সিক্সে থাকাবস্থায় প্রথম গান শিখেন। ফোক গান দিয়ে তার গান শেখা শুরু। পরবর্তীতে উচ্চাঙ্গ সঙ্গীত এবং আধুনিক গানেও তালিম নেন। পরবর্তীতে কুমিল্লা শিল্পকলা একাডেমিতেও গান শিখেন। ঢাকায় ছায়ানট থেকে নজরুল সঙ্গীতে চার বছরের কোর্স শেষ করেছেন। সুবর্ণার প্রথম মৌলিক গান ছিলো ‘যাও যতো দূরে’। গানটি লেখা রোহান রাজের, সুর সঙ্গীত করেছিলেন পলাশ ফারুকী। এটি প্রকাশিত হয়েছিলো ডার্কশ্যাডো এন্টারটেইনম্যান্ট’র ইউটিউব চ্যানেলে। প্রথম গানটির জন্যও বেশ প্রশংসিত হন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন পলাশ ফারুকী। মূলত গানে সুবর্ণা’র অনুপ্রেরণা উপমহাদেশের বরেণ্য সঙ্গীতশিল্পী রুনা লায়লা। তাকে ভালোবসেইে নিজেকে একজন শিল্পী হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা পান। সুবর্ণা বলেন, ‘আমি কোন নির্দিষ্ট ঘরানার শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইনা। নিজেকে একজন ভার্সেটাইল শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সব ধরনের গানের জন্য নিজেকে গড়ে তোলার চেষ্টা করছি। সবার দোয়া ও সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমার স্বপ্ন পূরণ হবে।’ ইডেন কলেজ ধেকে সম্প্রতি গ্র্যাজুয়েসন সম্পন্ন করেছেন সুবর্ণা। সুবর্ণা জানান, আরো নতুন কিছু গান নিয়ে কাজ করছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুবর্ণা-আক্তার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ