Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ম্যাডস মিকেলসেন ‘ফ্যান্টাস্টিক বিস্টস থ্রি’তে জনি ডেপের স্থলাভিষিক্ত হবেন?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

স্ত্রী অ্যাম্বার হার্ডকে পেটাবার মামলা হবার পর থেকে একেবারে যেন আকাশ থেকে ঝরে পড়েছেন জনি ডেপ। প্রথমে বাদ পড়লেন ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ সিরিজ থেকে আর সর্বশেষ বাদ পড়লেন আরেক সফল সিরিজ ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ থেকে। ডেপ সিরিজের দুটি পর্বে ডার্ক উইজার্ড গেলার্ট গ্রিন্ডেলওয়াল্ডের ভূমিকায় অভিনয় করেছেন। শোনা যাচ্ছে ম্যাডস মিকেলসেন তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। গত সপ্তাহে ডেপ জানান দ্য সান পত্রিকার সঙ্গে মামলায় হেরে যাবার পর তাকে সিরিজ থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছে। পত্রিকার একটি প্রতিবেদনে তাকে ‘স্ত্রী নির্যাতনকারী’ উলে­খ করায় ডেপ সেটির বিরুদ্ধে মামলা করেন। সূত্র জানিয়েছে, চুক্তি অনুযায়ী ওয়ার্নার ব্রাদার্সকে ডেপের পুরো সম্মানী পরিশোধ করতে হবে। সেপ্টেম্বরে লন্ডনে শুটিং শুরুর পর ডেপ ফিল্মটির একটি দৃশ্যেরই কাজ করেছেন। ‘পে অর প্লে’ চুক্তির অধীনে ডেপ কাজ করুন আর না করুন তাকে তার প্রাপ্য পুরোটা বুঝিয়ে দিতে হবে প্রযোজককে। প্রথম পর্বের প্রথমে উইজার্ড চরিত্রটি করেছিলেন কলিন ফেরেল পরে বিকল্প পরিচয় নিয়ে চরিত্রটি করেন ডেপ। তৃতীয় পর্বে আরও অভিনয় করবেন-জুড ল, এডি রেডমেইন, ক্যাথরিন ওয়াটারস্টোন, ড্যান ফগলার, অ্যালিসন সুডোল এবং এজরা মিলার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্যান্টাস্টিক-বিস্টস-থ্রি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ