Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বিগ বস ১৪’ শেষ হলে পবিত্রকে বাবার সঙ্গে পরিচয় করাবেন ইজাজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

গত সপ্তাহে ‘বিগ বস ১৪’ হাউসের এক পর্যায়ে ইজাজ খানকে পবিত্র পুনিয়ার দিকে প্রেমমুগ্ধ দৃষ্টিতে তাকাতে দেখা গেছে। অবশ্য এরও আগে পবিত্র ইজাজকে পছন্দ করেন বলে অকপটে স্বীকার করেছিলেন। আর, এখন মনে হচ্ছে ইজাজের মনেও সেই অনুভূতি সংক্রমিত হয়েছে। প্রকাশে অন্তরঙ্গ হওয়া আর তাদের নিজস্ব বিষয় নিয়ে বেশ কয়েকবার তাকে রিয়েলিটি শোটিতে কথা বলতে দেখা গেছে। সব দেখে শুনে তাদের মাঝে অঙ্কুরিত ভালবাসার ভাবটি আগেই বোঝা যাচ্ছিল, এখন তা আরও স্পষ্ট হয়ে উঠছে। তাদের সম্পর্কের পরম নিয়তি জানতে দর্শকরা ক্রমে আরও আগ্রহী হয়ে উঠেছে। ‘বিগ বস ১৪’-এর সা¤প্রতিক এক পর্বে ইজাজও পবিত্রকে পছন্দ করেন বলে জানিয়েছেন। পরস্পরের আলাপের মধ্যে ইজাজ পবিত্রকে প্রতিযোগিতায় মনোযোগ দিতে এবং মাথা ঠান্ডা রাখতে পরামর্শ দিয়েছেন। ইজাজ এছাড়াও তাকে আশ্বস্ত করেছেন তার অস্বস্তি লাগলে তিনি তাকে স্পর্শ করবেন না বা আলিঙ্গনও করবেন না। পবিত্র’র সঙ্গে কথা বলতে গিয়ে ইজাজ জানিয়েছেন দীর্ঘদিন পর তিনি এমন একজন মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন আর তাই তাকে তিনি তার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ