Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

কেনিয়ায় নিহত ১০ 

কেনিয়ায় নৌকাডুবিতে কমপক্ষে ১০ জন মারা গেছেন। ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জন। বুধবার স্থানীয় গণমাধ্যমগুলির খবরে বলা হয়েছে, উগান্ডা থেকে ছেড়ে আসা পণ্য বোঝাই নৌকাটি কেনিয়ার সিয়া কাউন্টিতে হঠাৎ তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ডুবে মারা যান ১০ জন। স্থানীয়রা দেখতে পেলে উদ্ধারকারীদের খবর দেন। কয়েকজনকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন বেশ কজন। রয়টার্স।


ইকুয়েডরে নিহত ৩
ইকুয়েডরের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনি ধসে কমপক্ষে তিন জনের প্রাণহানি ঘটেছে। ভ‚মিধসের কারণে সেখানে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থা এ কথা জানায়। ন্যাশনাল রিস্ক অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিস জানায়, এ ঘটনায় তিনজনকে উদ্ধার করা হয়েছে এবং এখনো আরো দু’জন নিখোঁজ রয়েছে। কলম্বিয়া সীমান্তবর্তী ইস্মারেল্ডাস প্রদেশে স্থানীয় সময় বুধবার রাত ৩টার দিকে এ খনি ধসের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, অবৈধভাবে খনি খননের কারণে ভ‚মি ধসের ফলে এ দুর্ঘটনা ঘটে। রয়টার্স।


১১টি শহরে
ট্রাম্পের আইনজীবীর অভিযোগ, ১১টি শহরে নির্বাচনের ফল চুরির ষড়যন্ত্র হয়েছে। পেনসেলভেনিয়ার উইলিয়ামস্পোর্টের আদালতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি গিলানি দাবী করেন, ‘ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বড় শহরগুলোতে জয় পাবেন এটি একমাত্র বোকারাই চিন্তুা করতে পারেন। ১১টি বড় শহর নির্বাচনের ফল চুরি করার ষড়যন্ত্র করেছে। ট্রাম্পের প্রচারণা শিবির এদিন পেনসেলভেনিয়ার জেলা আদালতের বিচারক ম্যাথু ব্র্যানকে ট্রাম্পকে এই অঙ্গরাজ্যের বিজয়ী ঘোষণা করে দেয়ার আহŸান জানায়। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ