Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেছারাবাদে ধর্ষক চৌকিদার গ্রেফতার

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

নেছারাবাদে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় অভিযুক্ত চৌকিদারকে গ্রেফতার করেছে পুলিশ। ওই চৌকিদার দৈহারী ইউনিয়নের গ্রাম পুলিশ পদে চাকরি করেন। গ্রেফতার চৌকিদারের নাম কিশোর মন্ডল। গত মঙ্গলবার রাতে কিশোরকে গ্রেফতার করা হয়। গতকাল সকালে তাকে পিরোজপুর কোর্টে পাঠিয়েছে পুলিশ। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চিলতলা গ্রামের স্বামী পরিত্যক্তা ও দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে ওই নারী গত মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন। গ্রাম পুলিশ কিশোর মন্ডল বাশতলা গ্রামের কালীপদ মন্ডলের পুত্র। জানা গেছে, কিশোর মন্ডল বিয়ের প্রলোভন দেখিয়ে চিলতলা গ্রামের ওই নারীকে মাসের পর মাস ধর্ষণ করেন। ইতোমধ্যে ওই ধর্ষিতা নারী তিন মাসের অন্তঃসত্ত্বা হলে কিশোর মন্ডল তাকে বিয়ে করতে অস্বীকার করেন। পরে ওই ধর্ষিতা নারী গত মঙ্গলবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষক-চৌকিদার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ