বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার কক্ষ থেকে শিমলা আক্তার (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মো. রিয়াজকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার আশুলিয়ার শিমুলতলা ফকিরবাড়ি এলাকায় ভাড়া বাসার শয়নকক্ষ থেকে গৃহবধূ শিমলার লাশ উদ্ধারের পর রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত শিমলা পাবনা জেলার আমিনপুর বাজার থানার ঘুগছুলান্দা গ্রামের শিমুল শেখের মেয়ে। শিমলা ও তার ছোট বোন কথা আশুলিয়ার শিমুলতলা ফকির বাড়ি মসজিদ সংলগ্ন নুরু ফকিরের বাড়িতে মা মৌসুমি বেগমের সাথে ভাড়া থাকতো।
আশুলিয়া থানার এসআই সামিউল হক জানান, নিহত ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। নিহতের গলায় কালচে দাগ পাওয়া গেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে জিজ্ঞাজাসাদের জন্য নিহতের স্বামী রিয়াজকে আটক করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।