Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দারুননাজাতের ধারাবাহিক সাফল্য অব্যাহত

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বরাবরের মতো এবারো দেশের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনী বিদ্যাপীঠ ডেমরার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা আলিম কেন্দ্রীয় পরীক্ষায় ধারাবাহিক সাফল্য অব্যাহত রেখেছে। এবারের আলিম পরীক্ষায় মোট শিক্ষার্থী ছিল ৩৭৭ জন। এতে অ+ পেয়েছে ২০৬ জন কৃতী শিক্ষার্থী। মাদরাসার এ সাফল্যে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ আ. খ. ম. আবুবকর সিদ্দীক সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “সঠিক তত্ত¡াবধান, দলীয় রাজনীতিমুক্ত দ্বীনী পরিবেশ এবং ছাত্র-শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এ সাফল্য অর্জিত হয়েছে।” উল্লেখ্য, টপটেন নির্ধারণের সময় মাদরাসাটি বরাবরই সারাদেশে প্রথম সারিতে অবস্থান নেয়ার কৃতিত্ব অর্জন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দারুননাজাতের ধারাবাহিক সাফল্য অব্যাহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ