বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরকার আদম আলী, নরসিংদী থেকে : নরসিংদীর শিক্ষাঙ্গনের সবচেয়ে আলোচিত তারকা প্রতিষ্ঠান আবদুল কাদির মোল্লা সিটি কলেজ ব্যাপক সাফল্য অর্জন করেছে। ২০১৬ সালের ২৯৮ জন জিপিএ৫সহ শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা জানিয়েছেন, ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৯৪ জন। এর মধ্যে বিজ্ঞান শাখায় ২০৪ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১৮৭ জন এবং মানবিক বিভাগে ১০৩ জন। পরীক্ষার ফলাফলে বিজ্ঞান শাখায় ২০২ জন, ব্যবসায় শিক্ষায় ৫০ জন এবং মানবিক শাখায় ৪৬ জন মিলিয়ে ২৯৮ জন জিপিএ-৫ লাভ করে।
তিনি জানিয়েছেন, ২০১৬ সালের সেশনে জিপিএ-৫ প্রাপ্ত মোট ২৯৬ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়। এর মধ্যে বিজ্ঞান শাখায় ২০২ জন, ব্যবসায় শিক্ষায় ৫০ জন এবং মানবিক শাখায় ৪৬ জন। তিনি জানিয়েছেন, কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল কাদির মোল্লার প্রত্যক্ষ তত্ত¡াবধান এবং ছাত্র, শিক্ষক, অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠালগ্ন থেকে অব্যাহতভাবে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে আসছে।
নরসিংদী মডেল কলেজের পাসের ধারা অব্যাহত
এইচএসসি’র ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে নরসিংদী শিক্ষাঙ্গনের প্রথম আলোড়ন সৃষ্টিকারী তারকা প্রতিষ্ঠান নরসিংদী মডেল কলেজ। ২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় নরসিংদী মডেল কলেজ ১৩৩ জন জিপিএ-৫সহ শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। এবছর তিনটি বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৮১ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৩০ জন, মানবিক বিভাগে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষায় জিপিএ-৪ পেয়েছে ২২৯ জন।
এদিকে প্রথম পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশের গৌরব অর্জন করে নরসিংদীর শিক্ষাঙ্গণে নতুন রেকর্ড স্থাপন করেছে নরসিংদী পাবলিক কলেজ নামে নবপ্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। সদ্যঘোষিত এইচএসসি ফলাফলে কলেজের ১৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পাবার পৌরব অর্জন করেছে ৩৩ জন শিক্ষার্থী। জিপিএ ৪ পেয়েছে ৯০ জন শিক্ষার্থী। কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মুকুল মিয়া জানিয়েছেন, নরসিংদী পাবলিক কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে ২০১৪ সালে। ২০১৬ সালেই এ কলেজটি প্রথম এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রথম সেশনেই ১৪৪ জন শিক্ষার্থীকে কলেজে ভর্তি করা হয় এবং প্রথম ফলাফলেই শতভাগ পাশের গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।