Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থাইল্যান্ডে নৌকায় পার্লামেন্ট ছাড়লেন এমপিরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

থাইল্যান্ডে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছেন সরকারবিরোধীরা। দেশটির পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে পানিকামান ব্যবহার করে। এতে দুইপক্ষের সংঘর্ষে ৫৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাজধানী ব্যাংককে এ ঘটনা ঘটে। বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গার্ডিয়ান এ খবর দিয়েছে। খবরে বলা হয়, সরকারবিরোধীরা থাই পার্লামেন্টের দিকে যেতে শুরু করলে পুলিশ এবং রয়্যাল কাউন্টার বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করলে পুলিশ পানিকামান ছোঁড়ে। এ সময় নদীর পাশে অবস্থিত পার্লামেন্ট ভবন থেকে কয়েকজন এমপি নৌকায় স্থান ত্যাগ করেন। খবরে বলা হয়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পার্লামেন্টের বাইরে বিক্ষোভে পুলিশ এবং রাজার সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৫৫ জন আহত হয়েছে। তাদের কেউ কেউ গুলিবিদ্ধও হয়েছে। বিক্ষোভকারীরা কাঁটাতারের বেড়া এবং কংক্রীটের বেষ্টনি সরিয়ে পার্লামেন্ট চত্বরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের দিকে ঈানিকামান এবং টিয়ারগ্যাস ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তবে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো কিংবা রাবার বুলেট ছোড়ার কথা অস্বীকার করেছে। আগ্নেয়াস্ত্র কে বা কারা ব্যবহার করেছে তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। থাইলান্ডে গত জুলাইয়ে তরুণদের নেতৃত্বে নতুন গণতন্ত্রপন্থি প্রতিবাদ বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে মঙ্গলবারের এই বিক্ষোভই সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার পদত্যাগের পাশাপাশি রাজা মাহা ভাজিরালংকর্ণরও ক্ষমতা খর্ব করার দাবি জানিয়ে আসছে। সংবিধান সংশোধনও চায় তারা। সংবিধান পরিবর্তনের জন্য আইনপ্রণেতাদের ওপর চাপ সৃষ্টি করতে হাজার হাজার বিক্ষোভকারী মঙ্গলবার পার্লামেন্টের বাইরে জড়ো হয়। সংঘর্ষে টিয়ারগ্যাসের শেলে অন্তত ১২ জন এবং গুলিতে ৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে ব্যাংককের এরাওয়ান মেডিকেল সেন্টার। ব্যাংককের উপপ্রধান পুলিশ কর্মকর্তা এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা সংঘর্ষ এড়ানোর চেষ্টা করেছি।” পুলিশ বিক্ষোভকারীদেরকে পার্লামেন্টের কাছ থেকে সরিয়ে দেওয়া এবং রাজপরিবারের সমর্থকদের পাল্টা বিক্ষোভ থেকে দ‚রে রাখার চেষ্টা করেছে বলে জানান তিনি। থাই পার্লামেন্টে আইনপ্রণেতারা সংবিধান পরিবর্তনের কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা চালাচ্ছেন। তবে বেশিরভাগ প্রস্তাবেই রাজতন্ত্রের ভ‚মিকা পরিবর্তনের সম্ভাবনা রাখা হয়নি। তাছাড়া, উচ্চকক্ষ সিনেটের ভ‚মিকা নিয়েও চলছে আলোচনা। বিক্ষোভকারীরা এ পরিস্থিতির মধ্যেই বুধবার ব্যাংককের কেন্দ্রস্থলে আরেকটি বিক্ষোভে নামার পরিকল্পনা করেছে। গার্ডিয়ান, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ