Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় ফুটবল দলের টানা তিন সিরিজ জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ৮:৪৫ পিএম

নেপালের বিপক্ষে মুজিববর্ষ আন্তর্জাতিক ফুটবল সিরিজ জিতে টানা তিন সিরিজ জয় করলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুই ম্যাচের এই সিরিজে প্রথমটি ১৩ নভেম্বর ২-০ গোলে জিতেছিল লাল-সবুজররা। ১৭ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি গোলশূণ্য ড্র হওয়ায় ১-০ ব্যবধানের সিরিজ জয় নিশ্চিত হয় জামাল ভূঁইয়া বাহিনীর। এটা নিয়ে জাতীয় দল টানা তিন ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজে দক্ষিণ এশিয়ার তিন দেশের বিরুদ্ধে জয় পেল।

২০১৪ সালে শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানিয়ে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজ খেলেছিল বাংলাদেশ। ওই বছর ২৪ অক্টোবর যশোরে প্রথম ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হলেও ২৭ অক্টোবর রাজশাহীতে বাংলাদেশ ১-০ গোলে লঙ্কানদের হারিয়ে সিরিজ জেতে ১-০ তে। এরপর গত বছরের সেপ্টেম্বরে ভুটানকে ঢাকায় এনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু’টি ম্যাচ খেলেছিল লাল-সবুজরা। যেখানে স্বাগতিক দল ২-০ তে সিরিজ জেতে। ২৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ৪-১ ব্যবধানে। আর ৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচে ব্রিটিশ কোচ জেমি ডে’র দল ২-০ গোলে হারিয়েছিল ভুটানীদের। এবার লাল-সবুজরা হারালো নেপালকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ