Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাঁচা মাছ খেলেন সাবেক মন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

বিক্রি বাড়াতে সংবাদ সম্মেলনেই কাঁচা মাছ খেলেন শ্রীলঙ্কার সাবেক মৎস্যমন্ত্রী। মঙ্গলবার রাজধানী কলম্বোতে এ ঘটনা ঘটেছে। গত মাসে কলম্বোর কাছেই অবস্থিত কেন্দ্রীয় মৎস্য বাজারে করোনাভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়। ওই বাজার থেকে কয়েক হাজার মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। এরপরই বাজারটি বন্ধ করে দেওয়া হয়। করোনা আতঙ্কে বাসিন্দারা মাছ খাওয়া বন্ধ করে দিয়েছেন। মন্ত্রী দিলিপ ওয়েদারাচ্চি বলেন, ‘মৎস্য শিল্পে থাকা আমাদের লোকজন তাদের মাছ বিক্রি করতে পারছে না। এ দেশের মানুষ মাছ খাচ্ছে না। মন্ত্রী এসময় তার সঙ্গে করে নিয়ে আসা এক মাঝারি আকারের মাছের কিছু অংশ কাঁচা খেয়ে ফেলেন। তিনি বলেন, ‘আমি আপনাদের দেখানোর জন্য এই মাছটি নিয়ে এসেছি। আমি এদেশের মানুষকে এ ধরনের মাছ খাওয়ার আহ্বান জানাচ্ছি। ভয় পাবেন না। আপনারা করোনায় সংক্রমিত হবেন না।’ বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ