Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেসিডেন্ট কাপ হকিতে সেনাবাহিনীর শুভ সূচনা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ৮:৪৩ পিএম

বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় দীর্ঘ আট মাস পর টার্ফে গড়িয়েছে ঘরোয়া হকির নতুন টুর্নামেন্ট প্রেসিডেন্ট কাপ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি ষ্টেডিয়ামে প্রেসিডেন্ট কাপের উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে সেনাবাহিনী ১-০ গোলে হারায় বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) লাল দলকে।

এর আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাহফে’র সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এসময় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল করিম ও বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা এয়ার কমডোর সৈয়দ ফকরুদ্দিন মাসুদ। আরও উপস্থিত ছিলেন বাহফে’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার, সহ-সভাপতি সাজেদ এ এ আদেল, সহ-সভাপতি ও টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান জাকি আহমেদ রিপন, সম্পাদক বদরুল ইসলাম দিপু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। বৃহস্পতিবার বিকাল ৫টায় দিনের একমাত্র ম্যাচে বাংলাদেশ বিমান বাহিনী মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ