Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভারতীয় যাত্রীবাহী বিমানের করাচীতে জরুরি অবতরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

একজন যাত্রী মারাত্মক অসুস্থ হয়ে পড়ায় ভারতের একটি যাত্রীবাহী বিমান পাকিস্তানের করাচীর জিন্নাহ আন্তর্জাডতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন গত মঙ্গলবার একথা জানিয়েছে। খবরে বলা হয়েছে, ১৭৯ জন আরোহীবাহী রিয়াদ থেকে নতুন দিল্লিগামী ভারতের বেসরকারী বিমান সংস্থা গোএয়ারের (৬৬৫৮) একটি ফ্লাইটে মোহাম্মদ নওশাদ (৩০) নামের একজন যাত্রী হৃদরোগে আক্রান্ত হলে বিমানটিকে করাচীতে জরুরি অবতরণ করানো হয়। যাত্রীর জন্য প্রয়োজনীয় চিকিৎসার সব ব্যবস্থা করা হলেও বিমানটি অবতরণে আগেই তার মৃত্যু ঘটে। চিকিৎসকরা তাকে দেখে মৃত ঘোষণা করেন। সূত্র জানায়, রিফুয়েলিংয়ের পর বিমানটি ফের নতুন দিল্লির উদ্দেশে উড়ে যায়। ভারতীয় গণমাধ্যম সূত্র জানায়, মোহাম্মদ নওশাদ উত্তর প্রদেশের বারেলির বাসিন্দা। দু’টি পরমাণু শক্তিধর দেশের মধ্যে গত বছর ফেব্রæয়ারিতে চরম উত্তেজনা দেখা দিলে পাকিস্তান তার আকাশসীমা ভারতের বিমানগুলোর জন্য বন্ধ ঘোষণা করে। সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ