Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

শোষণের শিকার

ইনকিলাব ডেস্ক : মার্কস অ্যান্ড স্পেন্সার, টেসকো ও সেইন্সবারির মতো সুপারমার্কেট চেইনশপ এবং ফ্যাশন ব্র্যান্ড রালফ লরেনের কারখানাগুলোতে নিয়োজিত ভারতীয় শ্রমিকরা শোষণের শিকার হচ্ছে। রালফ লরেনে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানে কর্মরত এক নারী জানিয়েছেন, কার্যাদেশ শেষ করতে তাদেরকে সারারাত কাজ করতে বাধ্য করা হয়। কিছু সময় ঘুমাতে দেয়া হয়, তাও কারখানার মেঝেতে। ওই নারী বলেন, ‘আমাদেরকে টানা কাজ করতে হবে, অধিকাংশ সময় সারারাতও হয়। রাত ৩টার সময় ঘুমাতে দেওয়া হয়, এরপর ভোর ৫টায় জাগিয়ে দেয়া হয়। আমাদের ঊর্ধ্বতনরা পরোয়া করে না। তাদের ভাবনার বিষয় কেবল উৎপাদন।’ বিবিসি।


বার্ড ফ্লুর হানা
ইনকিলাব ডেস্ক : ইউরোপজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই এবার বার্ড ফ্লুর উপদ্রব দেখা দিয়েছে। এমনিতেই কোভিডের কারণে ব্যবসা বাণিজ্যে ধস। এবার নতুন করে ধস নেমেছে পোল্ট্রি খাতে। ফ্রান্সে দেখা দিয়েছে বার্ড ফ্লু। ডেনমার্কেও একই অবস্থা। দেশ দুটিতে কয়েক হাজার মুরগি হত্যার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাছাড়া জার্মানির প‚র্বাঞ্চলীয় মেক্লেনবার্গ-ভরপোমার্ন অঙ্গরাজ্যের একটি খামারে বার্ড ফ্লু শনাক্ত হয়। এর কারণে খামারটির কয়েক হাজার মুরগি হত্যার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই ইউরোপের বিভিন্ন দেশে বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। রয়টার্স।


৩০ সেকেন্ডে
ইনকিলাব ডেস্ক : যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন, মাত্র ৩০ সেকেন্ডে নভেল করোনাভাইরাস মেরে ফেলার ক্ষমতা রয়েছে মাউথওয়াশের। মাউথওয়াশে অন্তত দশমিক শ‚ন্য ৭ শতাংশ সিটলপাইরিডিনিয়াম ক্লোরাইড নামের একটি রাসায়নিক উপাদান ব্যবহার করা হলে, সেই মাউথওয়াশ ব্যবহারে করোনা ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হচ্ছে বলে দাবি গবেষকদের। গবেষকদের মতে, করোনায় সংক্রমিত ব্যক্তি মাউথওয়াশ ব্যবহার করলে তার থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কমতে পারে। বিবিসি, আল-জাজিরা।


ট্রাম্পকে তিরস্কার
ইনকিলাব ডেস্ক : এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তিরস্কার প্রকাশ করছেন মেডিকেল বিষয়ক নেতারা। তারা কোভিড-১৯ নিয়ে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অন্তর্বর্তী টিমের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ট্রাম্পের প্রতি। এ জন্য যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় তিনটি স্বাস্থ্যসেবা বিষয়ক সংগঠন একটি খোলা চিঠি লিখেছে। এগুলো হলো আমেরিকান মেডিকেল এসোসিয়েশন, আমেরিকান নার্সেস এসোসিয়েশন এবং আমেরিকান হসপিটালস এসোসিয়েশন। রয়টার্স।


গুজরাটে নিহত ১০
ইনকিলাব ডেস্ক : গুজরাটের ভাদোদারা শহরে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন। জানা গেছে, কয়েকজন যাত্রী নিয়ে ভারতের সুরাট থেকে পবাগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল একটি মিনি ট্রাক।মিনি ট্রাকটি ভদোদরার ওয়াগহোদিয়া হাইওয়ে দিয়ে যাওয়ার সময় ওপর দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক আরও ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ