Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় উত্তীর্ণদের বেশিভাগ ভাল প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে না

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

আশরাফুল ইসলাম নূর, খুলনা থেকে : এইচএসসিতে ভালো ফলাফল করেও খুলনার দু’টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠিত কলেজগুলোয় অনার্সে (সম্মান শ্রেণিতে) ভর্তি হতে পারবে না খুলনার অধিকাংশ শিক্ষার্থী। উচ্চ শিক্ষায় আসন সঙ্কট এবং তীব্র প্রতিযোগিতার কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা জেলার ৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৩ হাজার ৪জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এরমধ্যে ১৯ হাজার ৪১৫জন পাস করেছেন। কিন্তু সেই তুলনায় খুলনার দু’টি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনটি সরকারি কলেজে আসন রয়েছে মাত্র ৬ হাজার ৯৪০টি। ফলে উত্তীর্ণ হবার পরেও ১২ হাজার ৪৭৫জন শিক্ষার্থী খুলনার সরকারি প্রতিষ্ঠানগুলোয় (অনার্স) ভর্তির সুযোগ হারাবে।
যশোর বোর্ড সূত্র জানায়, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে খুলনা সবার শীর্ষে রয়েছে। এখানে পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনা জেলার শীর্ষে রয়েছে। কলেজটিতে এক হাজার ৪৪১জন পরীক্ষার্থী ছিলেন। যাদের মধ্যে এক হাজার ৪১৬ জন কৃতকার্য। পাসের হার ৯৮ দশমিক ২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪৮০জন।
এছাড়াও পাশ্ববর্তী বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা থেকেও বিভাগীয় শহর খুলনায় লেখাপড়া করতে আসার আগ্রহ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। ফলে খুলনা জেলা যশোর বোর্ডের মধ্যে সেরা হলেও শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তা লক্ষ্যনীয়।
সূত্রমতে, খুলনায় অনার্স ভর্তি হওয়ার জন্য সরকারি কলেজ রয়েছে মাত্র তিনটি। বেসরকারি কয়েকটি কলেজে অনার্স চালু থাকলেও মানের কারণে শিক্ষার্থীদের কাছে এর আগ্রহ কম। উচ্চশিক্ষার জন্য দু‘টি বিশ্ববিদ্যালয় থাকলেও এখানে জাতীয় মেধা সংযুক্ত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিপুল সংখ্যক মেধাবী শিক্ষার্থী খুলনার বিশ্ববিদ্যালয় দু’টিতে ভর্তি হয়। আর আসন সংকটের কারণে বাদ পড়ে যায় ভালো ফলাফল করা অনেক শিক্ষার্থী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনায় উত্তীর্ণদের বেশিভাগ ভাল প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে না
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ