প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিগত চার বছর ধরে সিঙ্গাপুরে বার্ডস থিয়েটারের উদ্যোগে এশিয়ার বিভিন্ন নাটকের দলগুলোকে নিয়ে আয়োজন করা হচ্ছে, ‘এশিয়ান ইয়ুথ থিয়েটার ফেস্টিভ্যাল’। আজ থেকে শুরু হওয়া ৪ দিনের এই উৎসব এবার করোনা মাহামারীর কারণে আয়োজন করা হয় অনলাইনের মাধ্যমে। জুম সফটওয়্যারের এই উৎসবে অংশগ্রহণ করবে প্রতিটি দল। বিগত তিন বছর প্রাচ্যনাট এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে চলেছে। এ ধারাবাহিকতায় এবারও এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে প্রাচ্যনাট। দলটির নাটক ‘নীল পুরুষ’ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে। এছাড়া সিংঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার এবং বাংলাদেশসহ মোট ১০টি দেশের থিয়েটার গ্রুপ এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে। এবারের ফেস্টিভ্যালের থিম নির্ধারণ করা হয়েছে ‘মানব সংযোগ’। প্রাচ্যনাট পরিবেশন করবে আজাদ আবুল কালামের ভাবনায় এবং সাইফুল ইসলাম জার্নালের নাট্যরূপ ও নির্দেশনায় নাটক ‘নীল পুরুষ’। এটি আজ মঞ্চায়ন হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।