বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুর অফিস : ২০১৬ সালের দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার পাসের হার ৭০ দশমিক ৬৪। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। তবে জিপিএ প্রাপ্তিতে ছাত্রীদের চেয়ে ছাত্ররা এগিয়ে রয়েছে। এবার জিপিএ ৫ পাওয়ার সংখ্যা গতবারের চাইতে বেড়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব আলহাজ মোঃ আমিনুল হক ২০১৬ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন। এবার পাসের হার ৭০ দশমিক ৬৪। ১ লাখ ৪ হাজার ৬৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১লাখ ৩০ হাজার ৯৬ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭২ হাজার ৮২৯ জন। এর মধ্যে ৩৭ হাজার ১৫৬ জন ছাত্র ও ৩৫ হাজার ৬৭৩ জন ছাত্রী। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। ৭৩ দশমিক ২৩ ভাগ ছাত্রী পাস করলেও ছাত্র পাস করেছে ৬৮ দশমিক ৩৩ ভাগ।
গতবারের তুলনায় এবার জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা বেড়েছে। জিপিএ ৫ পেয়েছেন ৩ হাজার ৮৯৯ জন। এর মধ্যে ২ হাজার ৩৩৪ জন ছাত্র ও ১ হাজার ৫৬৫ জন ছাত্রী। ১৬ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ১ বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
বিজ্ঞান ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ২৫ হাজার ৩৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৯ হাজার ৪০৩ জন। পাসের হার ৭৭ দশমিক ৪৯ ভাগ। এর মধ্যে ১১ হাজার ৫৩০ জন ছাত্র ও ৭ হাজার ৮৭৩ জন ছাত্রী। মানবিক, ইসলামিক স্টাডিজ ও সঙ্গীত বিভাগে ৬১ হাজার ৫৭৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪২ হাজার ১০৯ জন পরীক্ষার্থী। পাসের হার ৬৮ দশমিক ৩৮। এর মধ্যে ১৭ হাজার ৯৮৬ জন ছাত্র ও ২৪ হাজার ১২৩ জন ছাত্রী। বিজনেস স্টাডিজ বিভাগে ১৬ হাজার ৪৮০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী। পাসের হার ৬৮ দশমিক ৬৭। এর মধ্যে ৭ হাজার ৬৪০ জন ছাত্র ও ৩ হাজার ৬৭৭ জন ছাত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।