Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হকির নতুন টুর্নামেন্ট প্রেসিডেন্ট কাপ শুরু বুধবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ৯:২০ পিএম

বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় দীর্ঘ আট মাস পর বুধবার টার্ফে গড়াচ্ছে ঘরোয়া হকির নতুন টুর্নামেন্ট প্রেসিডেন্ট কাপ। টুর্নামেন্টের মতো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানেরও এটি প্রথম কোন ক্রীড়া আসরে সংশ্লিষ্টা। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাঁচটি দল। এরা হলো- বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) লাল ও সবুজ দল। আসরের চ্যাম্পিয়নরা পাবে ৬০ হাজার টাকা প্রাইজমানি। রানার্সআপ দলকে দেয়া হবে ৪০ হাজার টাকা। লিগ ভিত্তিক খেলা শেষে সেরা দুই দল খেলবে ফাইনালে। প্রতিদিন বেলা তিনটা ও বিকাল ৫টায় দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বাহফের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যুব এশিয়া কাপের জন্য অনুশীলন করছে আমাদের জুনিয়র দল। সেই দলের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করেছি আমরা। ফলে তাদেরকে নিয়ে বাহফে লাল ও সবুজ দল নামে দু’টি গঠন করে টুর্নামেন্টে খেলানো হচ্ছে। মূলত ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সহযোগিতায় আমাদের এই আয়োজন।’ পৃষ্ঠপোষক বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা এয়ার কমোডর সৈয়দ ফখরুদ্দিন মাসুদ বলেন, ‘হকির জৌলুস আস্তে আস্তে ফিরে আসছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে আমরা এই টুর্নামেন্ট গড়াচ্ছি। আশাকরি ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে।’ তবে নৌবাহিনীকে আমন্ত্রণ জানালেও তারা টুর্নামেন্টে খেলতে আগ্রহ দেখায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ