নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর থেকে লাল-সবুজের ফুটবলপ্রেমীদের কাছে ‘হিরো’ হিসেবেই পরিচিতি পেয়েছেন ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া। দিনকে দিন তার ভক্তের সংখ্যা বেড়েই চলেছে। হোক সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে- জামালের ভক্তের কমতি নেই কোথাও। তবে ভক্তের ভক্তি বা অতিরিক্ত আবেগে অনেক সময় ঘটে যায় অনাকাঙ্খিত ঘটনা। যা সবাইকে বিব্রত করে। এমনই এক ঘটনা ঘটলো মঙ্গলবার বাংলাদেশ ও নেপালের মধ্যকার মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে। জামালের সঙ্গে সেলফি তুলতে গ্যালারির সামনে গ্রিলের বাধা টপকে সোজা মাঠে প্রবেশ করেন লাল-সবুজের এক ফুটবল সমর্থক। যে কিনা জামাল ভূঁইয়ার ভক্ত।
ম্যাচের বয়স তখন ৭৩ মিনিট। এর মিনিটখানেক আগে একসঙ্গে দু’টি পরিবর্তন আসে নেপাল দলে। দর্শন গুরুংয়ের জায়গায় শেশাং আংদেমবে আর অঞ্জন বিস্টার বদলে মাঠে প্রবেশ করেন রবিশঙ্কর পাসওয়ান। এই পরিবর্তনের সময় ম্যাচের রেফারি মিজানুরকে কিছুক্ষণ খেলা থামিয়ে রাখতে হয়। আর এ সুযোগটিই হাসিব নামের এক দর্শক। বঙ্গবন্ধু স্টেডিয়ামের পূর্ব গ্যালারি থেকে সোজা মাঠে ঢুকে পড়েন তিনি। লক্ষ্য তার বাংলাদেশ অধিনায়ক অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু জামাল তখন ছিলেন মাঠের পশ্চিম পাশে। ফলে অনেকটা পথ দৌড়ে আসতে হয় সেই দর্শককে। দুঃসাহসী এই অভিযানে সফলও হয়েছিলেন সেই দর্শক, পৌঁছে যান জামালের কাছে। প্রিয় খেলোয়াড়কে কাছে পেয়ে পকেট থেকে মোবাইল ফোন বের করে সেলফি তোলার চেষ্টা করেন। ভক্তের এমন কা-ে হতবাক জামাল ভূঁইয়া। অবশ্য তড়িৎ দৌড়ে চলে আসেন নিরাপত্তা কর্মীরা। টেনেহিঁচড়ে হাসিব নামের জামাল ভূঁইয়ার সেই ভক্তকে নিয়ে যান মাঠের বাইরে। এই ঘটনায় কিছুক্ষ খেলা বন্ধ থাকার পর ফের শুরু হয়। পরে সেই দর্শককে মিডিয়া সেন্টারের নিচে মেডিকেল রুমে নিয়ে আটকে রাখেন বাফুফের নিরাপত্তা কর্মীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।