Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

তৃতীয় প্রেসিডেন্ট

এক সপ্তাহের মধ্যে তৃতীয় প্রেসিডেন্ট পেলো দক্ষিণ আমেরিকার দেশ পেরু। সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার অভিশংসনের পর বিক্ষোভের মুখে তার উত্তরস‚রি ম্যানুয়েল মেরিনোকেও সরে যেতে হয়। উদ্ভ‚ত পরিস্থিতিতে সোমবার নতুন করে আরও ফের অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচন করেছে দেশটির পার্লামেন্ট। নবনিযুক্ত প্রেসিডেন্ট ৭৬ বছরের পার্লামেন্টারিয়ান ফ্রানসিসকো সাগাস্তি একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত। বিবিসি।


মৃত্যুর গুঞ্জন
যুক্তরাষ্ট্র সমর্থিত সেন্টার ফর গেøাবাল পলিসির পরিচালক হাসান দাবি করেছেন, এক মাস আগে আল কায়েদার প্রধান আইমান আল জাওয়াহিরি মারা গেছেন। স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। উগ্রপন্থীদের গণমাধ্যম পর্যবেক্ষণকারী সাইট ইন্টিলিজেন্সের পরিচালক রিতা কাটজ এ বিষয়ে বলছেন, আল-জাওয়াহিরির মৃত্যু হয়েছে বলে অসমর্থিত খবর প্রচারিত হচ্ছে। তিনি আরও বলেন, ‘আল কায়েদা কখনোই তাদের নেতাদের মৃত্যুর খবর সঙ্গে সঙ্গে প্রকাশ করে না। এটা খুবই সাধারণ বিষয়।’

৪ বছর পর
তানজানিয়ায় চার বছর ধরে অনর্থক আটক থাকার পর ইরানের আটজন নাবিক দেশে ফিরেছেন। ইরান সরকারের সফল ক‚টনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মুক্তি সম্ভব হয়েছে। সোমবার নাবিকরা ইরানের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রবন্দর চবাহারে পৌঁছান। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরীতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হামিদ রেজা তুসি জানান, গত সপ্তাহে এই আট নাবিক তানজানিয়া থেকে মুক্তি পেয়েছেন। ইরানি নাবিকদের মুক্ত করার জন্য তানজানিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদ‚ত কয়েকদফা দেশটির প্রেসিডেন্ট, অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। ইরনা।


জমায়েতে বারণ
মহামারী করোনাভাইরাস মোকাবেলায় নমনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিরোনাম হওয়া দেশ সুইডেন এই প্রথমবারের মতো আটজনের বেশি মানুষের জমায়েত হওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সোমবার তারা এমন ঘোষণা দিল। প্রধানমন্ত্রী স্টিফেন লফভেন সাংবাদিকদের বলেন, ২৪ নভেম্বর পর্যন্ত জনগণের একত্রিত হওয়ার সংখ্যা আটজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ