Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘লাভ জিহাদ’ ঠেকাতে কড়া আইন আনছে মধ্যপ্রদেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ৭:০৯ পিএম

মুসলিম পুরুষের সাথে হিন্দু নারীর বিয়ে, যাকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি আখ্যা দিয়েছে ‘লাভ জিহাদ’ বলে, এর বিরুদ্ধে আইন আনবে বলে আগেই জানিয়েছিল কর্নাটক ও হরিয়ানা সরকার। তার সপ্তাহখানেকের মধ্যেই এ ব্যাপারে বড় সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে জানাল মধ্যপ্রদেশ সরকার। সে রাজ্যে এই সমস্যা সমাধানের জন্য খুব শিগগিরই এর বিরুদ্ধে কড়া আইন আনা হবে। মধ্যপ্রদেশের মুখ্যমস্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, লাভ জিহাদ ঠেকাতে বিধানসভার পরবর্তী অধিবেশনে ‘ধর্ম সতন্ত্র বিল ২০২০’ শীর্ষক নতুন বিল আনা হবে। সেই বিলে এই অপরাধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের প্রস্তাব রাখা হবে। পরে সরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, জামিন অযোগ্য ধারায় মামলা হবে। মূল অভিযুক্তের মতোই অপরাধী হিসেবে গণ্য হবে তার সহযোগী। এর আগে গত ৬ নভেম্বর কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানান, লাভ জিহাদের নামে ধর্মান্তরকরণের বিরুদ্ধে আইন আনতে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। একই দিনে হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বলেছিলেন, তারাও এই ধরনের আইন আনার কথা ভাবছেন। এ ব্যাপারে হিমাচল প্রদেশ সরকারের থেকেও তারা তথ্য চেয়েছেন বলে জানান ভিজ।

গত বছর জোর করে বিয়ে ও ধর্মান্তরকরণের বিরুদ্ধে আইন পাশ করেছে হিমাচল প্রদেশ সরকার। গত সেপ্টেম্বরে এলাহাবাদ হাইকোর্টও বলেছে, শুধুমাত্র বিয়ের কারণে ধর্মান্তরকরণ কখনওই গ্রহণযোগ্য নয়। সেই রায়ে এক মুসলিম মহিলার কথা বলা হয়েছিল, যিনি চলতি বছর জুন মাসে বিয়ের ঠিক দু’দিন আগেই হিন্দু থেকে মুসলিমে রুপান্তরিত হয়েছিলেন।

উত্তরপ্রদেশের ৭টি বিধানসভা আসনে উপনির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখে ফের উঠে আসে ‘লাভ জিহাদ’ প্রসঙ্গ। জৌনপুরে ভোটপ্রচারে গিয়ে ‘লাভ জিহাদ’ -এর প্রসঙ্গ তোলেন তিনি। এ ব্যাপারে তার প্রশাসন কঠোর আইন আনছে বলে ঘোষণা করেন। একইসঙ্গে হুঁশিয়ারি দেন, ‘যারা হিন্দু মেয়েদের সম্মান নিয়ে খেলছে, তাদের রাম-নাম সত্য হ্যায়ের যাত্রা শুরু হয়ে যাবে।’ অর্থাৎ, তাদেরকে হত্যা করা হবে। যোগীর এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়। সূত্র: টিওআই।



 

Show all comments
  • Jack Ali ১৭ নভেম্বর, ২০২০, ৮:৪৪ পিএম says : 0
    Muslim are not allow to marry kafir women.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ