Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাশকতার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভে পুলিশের বাধা

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ৪:০৬ পিএম

কেন্দ্রীয় যুবদলের সকল নেতৃবৃন্দের নামে নাশকতার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলামের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে জেলা বিএনপির নিজস্ব কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এর আগে দলটি তাদের কার্যালয় থেকে শহরের চৌরাস্তা অভিমুখে একটি র‌্যালি বের করতে চাইলে পুলিশের বাঁধায় তারা এগোতে না পেরে কার্যালয়ের সামনেই অবস্থান নেয়।

ঠাকুরগাঁও জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলী বখতিয়ার উজ্জলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পীরগঞ্জ পৌর যুবদলের সাধারন সম্পাদক আতিকুল ইসলাম আতিক, পীরগঞ্জ উপজেলা যুবদলের সাধারন সম্পাদক দিদারুল ইসলাম রানা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও আব্দুস সামাদ হেলাল, সদর উপজেলা যুবদলের সদস্য সচীব রেজাউল করিম লিটন প্রমুখ।

সমাবেশে বক্তারা কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সিনিয়র সহ সভাপতি মোরতাজুল ইসলাম বাদরু সহ অন্যান্য কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা নাশকতার মিথ্যা মামলা সহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তা না হলে তারা পরবর্তীতে কঠোর আন্দেলনের হুশিয়ারী দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ