Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে -ডা. দীপু মণি

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধীরা পরাজয়ের প্রতিশোধ নিতেই ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই সোনার বাংলা প্রতিষ্ঠিত হয়ে যেতো। আজকে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বের ফলে আমরা উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখছি। বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. মোতালেবের সভাপতিত্বে ও সদর থানা ছাত্রলীগের সভাপতি এবিএম রেদওয়ানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহেমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. রফিক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে -ডা. দীপু মণি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ