Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাত্র ১৭ কোটি টাকায় বিক্রি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

অবিশ্বাস্য দাম হলেও নিউ কিম নামের কবুতরের ক্রেতার অভাব ছিল না। রীতিমতো নিলাম ডেকে কয়েক কোটি ডলারে তুলে দেওয়া হয় নতুন মালিকের হাতে। দুই বছর বয়সী মেয়ে কবুতরটিকে সম্প্রতি বিক্রির জন্য নিলামে তোলা হয়।
গত রোববার অনুষ্ঠিত এক নিলামে প্রায় বিশ লাখ ডলার দামে কবুতরটি কিনে নিয়েছেন চীনের একজন ধনী ব্যক্তি। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ কোটি টাকার কাছাকাছি। নিউ কিম অবশ্য কোনো সাধারণ কবুতর নয়। বিশেষ একটি প্রজাতির কবুতরটির পরিচয় ‘রেসিং পিজন’ হিসেবে। আর এটি ছিল রেসিং পিজন বিক্রির ক্ষেত্রে একটি রেকর্ড।
এই বিশেষ প্রজাতির কবুতরের কাজ হলো ওড়ার প্রতিযোগিতায় অংশ নেওয়া। সাধারণত কবুতরগুলোকে নির্ধারিত দূরত্বের কোনো স্থানে ছেড়ে দেওয়া হয়। সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে সে বিজয়ী। এতে মোটা অঙ্কের অর্থ যায় মালিকের পকেটে।
কবুতরদের এই প্রতিযোগিতায় সর্বশেষ বিজয়ী আর্মান্ডো, যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে নামকরণ করা হয়। নিউ কিমও ২০১৮ সাল থেকে বেশ কটি প্রতিযোগিতায় জিতে এবং এরপর সে অবসরে যায়। অবসরজীবনে বেশ কিছু ছানার জন্ম দিয়েছে সে।
নিউ কিমের মালিক একটি বেলজিয়ান পরিবার। এই বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত। জানা যায়, যে চীন ধনাঢ্য ব্যক্তি কবুতরটি কিনেছে তার শখ হলো রেসিং পিজন সংগ্রহ করা।
চীনে সম্প্রতি পিজন রেসিং খুবই জনপ্রিয়তা পেয়েছে। নিউ কিম মেয়ে কবুতর হওয়ায় তার দাম এত বেশি হয়েছে কারণ তাকে এই প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো যায়। ধারণা করা হচ্ছে, নিলামে বিজয়ী চীনা নাগরিকও নিউ কিমকো প্রজননে কাজে লাগাবেন। সূত্র : বিবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ