বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে পুলিশ আসার খবর শুনে পালাতে গিয়ে মো. কবির হোসেন (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। পুলিশ বলছে ভয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে বসন্তপুর গ্রামের চৌকিদার বাড়ির পার্শ্ববর্তী একটি সুপারি বাগান থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কবির হোসেন ওই বাড়ির মোকলেসুর রহমানের ছেলে। তিনি বসন্তপুর বাজারে ব্যবসা করতেন।
জানা গেছে, ব্যবসায়ী কবিরের বিরুদ্ধে মারামারির ঘটনায় ২০১৪ সালের একটি মামলা ছিল। গত রোববার রাত ১২টার সেনবাগ থানার এসআই আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ সিএনজি যোগে বসন্তপুর বাজারে গিয়ে কবিরের চায়ের দোকানের সামনে দাঁড়ায়। এসময় কবিরকে পুলিশ জানতে চেয়ে কবিরকেই প্রশ্ন করলে নিজেকে মাঈন উদ্দিন বলে পরিচয় দেয়। পরে বাজারের নাইটগার্ড জলিলের দেয়া তথ্যমতে পুলিশ পার্শ্ববর্তী কবিরের বাড়ির দিকে যায়। এ সুযোগে কবির পার্শ্ববর্তী একটি সুপারি বাগানে গিয়ে পালিয়ে আশ্রয় নেয়। গতকাল সকালে স্থানীয়রা ওই সুপারি বাগানের মধ্যে কবিরের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।