Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেরি পারের অপেক্ষায় ৭ শতাধিক যানবাহন

পাটুরিয়া-দৌলতদিয়া রুট

আরিচা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

নৌ-চ্যানেলে ড্রেজিং, পাটুরিয়ার ৪ নম্বর ঘাটে সমস্যা ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় বাড়তি যানবাহনের চাপে পাটুরিয়া-দৌলতদিয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। ছোট বড় ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়ঘাটে ৭ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল।
বিআইডব্লিউটিসি’র আরিচা সূত্রে জানা গেছে, গত রোববার মধ্যরাত থেকেই পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পেতে থাকে। গতকাল সকালের দিকে যানবাহনের চাপ আরো বেশি বৃদ্ধি পায়। ফলে পাটুরিয়া ঘাটে অপেক্ষমান যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়ে টার্মিনাল উপচিয়ে মহাসড়কে ২-৩ কিলোমিটার লাইনে গড়ায়।

বিআইডব্লিউটিএ’র নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম-পরিচালক এসএম সানোয়ার হোসেন জানান, নদীতে দ্রুত পানি কমায় পাটুরিয়া ঘাটের সম্মুখে নৌ-চ্যানেল সক্রিয় রাখেতে বর্তমানে ৬টি ড্রেজার দিয়ে ড্রেজিং অব্যাহত রাখা হয়েছে।

উভয় ঘাটের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত পাটুরিয়া ঘাটে ৫ শতাধিক ট্রাক ও অর্ধশতাধিক বাস ফেরি পারের অপেক্ষায় ছিল। দৌলতদিয়া ঘাটে দুই শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল। উভয়ঘাটে সব মিলিয়ে ৭ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল। তবে উভয়ঘাটেই ফেরি পারের অপেক্ষায় থাকা যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।
এদিকে, পাটুরিয়া ঘাট এলাকা যানজট মুক্ত রাখতে পাটুরিয়া ঘাট সংযোগ মোড় উথুলী থেকে মালবাহী ট্রাকগুলোকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজ পর্যন্ত রাস্তায় দীর্ঘ লাইনে আটকে রাখা হয়েছে। এতে এ সড়কেও যানজটের সৃষ্টি হচ্ছে। অপরদিকে দৌলতদিয়া ঘাটেও অনুরুপভাবে যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শতাধিক-যানবাহন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ