Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় পরীক্ষায়ও পজিটিভ জেমি ডে!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ৮:৩৬ পিএম

মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজে বাংলাদেশ-নেপাল প্রথম ম্যাচের পর গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রটোকল অনুযায়ী করোনাভাইরাস পরীক্ষা করানো হয় দুই দলের খেলোয়াড়, কোচ ও স্টাফদের। পরের দিন পরীক্ষার ফল হাতে আসায় জানা যায় বাংলাদেশ কোচ জেমি ডের ফল পজিটিভ। ওই দিনই প্রাভা হেলথের ডাক্তাররা এসে কোচের নমুনা নিয়ে যান পুনরায় পরীক্ষার জন্য। সোমবার বিকালে জেমির পরীক্ষার ফল পজিটিভ আসার কথা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার অনুপস্থিতির কথা ভেবে আগেই বিকল্প ভেবে রেখেছিল বাফুফে। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের ডাগআউটে থাকবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ