প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে আবারো অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেতা শাহেদ শরীফ খান। এ দুজন জুটি হয়ে এর আগে দুটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছিলেন। সম্প্রতি ভক্ত নামে জুটি হয়ে তারা আবার অভিনয় করেছেন। এটি রচনা করেছেন মির্জা রাকিব এবং পরিচালনা করেছেন তারেক শিকদার। এরইমধ্যে কক্সবাজারসহ রাজধানীর বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। টেলিফিল্মটিতে মৌসুমী তার নিজের চরিত্রেই অভিনয় করেছেন। মৌসুমী বলেন, ‘আমাকে ঘিরে একজন পাগল ভক্তের নানা ধরনের উন্মাদনা নিয়েই ভক্ত টেলিফিল্মের গল্প। ভক্তটি আমাকে এতোটাই ভালোবাসে যে সে আমাকে খুঁজতে কক্সবাজারে গিয়ে হাজির হয়। নানা ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় আমাকে। তারেক চেষ্টা করেছেন অনেক যত্ন নিয়ে টেলিফিল্মটি নির্মাণ করতে। আর শাহেদের সঙ্গে দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করা হলো। শুরুতে যে শাহেদকে দেখেছি চুপচাপ শান্ত, এখনো সেই আগেরই মতো আছে শাহেদ। অভিনয়ের প্রতি ভালোবাসাটাও আছে।’ শাহেদ শরীফ খান বলেন, ‘আমার ভীষণ প্রিয় একজন নায়িকা মৌসুমী আপা। তারসঙ্গে এর আগে দুটো নাটক টেলিফিল্মে কাজ করেছিলাম। সেই সময়ই তিনি আমাকে ভীষণ সহযোগিতা করেছিলেন। নি:সন্দেহে তিনি এদেশের একজন বড় মাপের অভিনেত্রী। অনেক বড় মনেরও একজন মানুষ। সবসময়ই তারসঙ্গে কাজ করা উপভোগ করি। দীর্ঘদিন পর ভক্ত নাটকে কাজ করতে এসে মনেই হয়নি যে মাঝে তারসঙ্গে আমার কাজের এতোটা গ্যাপ ছিলো।’ জানা যায়, শিগগিরই টেলিফিল্মটি একটি স্যাটেলাইট চ্যানেলে এবং পরবর্তীতে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এর আগে মৌসুমী ও শাহেদ প্রথম একসঙ্গে অরুণ চৌধুরীর পরিচালনায় ‘ট্যুরিস্ট’ এবং মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি’ নাটকে অভিনয় করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।