Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘অ্যাকুয়াম্যান টু’ থেকে বাদ পড়ার কথা অস্বীকার করলেন অ্যাম্বার হার্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

গুজব রটেছে অ্যাম্বার হার্ড ‘অ্যাকুয়াম্যান’-এর দ্বিতীয় পর্বে আর ফিরবেন না; পক্ষান্তরে অভিনেত্রীটি জানিয়েছেন তিনি চলচ্চিত্রটিতে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজের তৃতীয় পর্ব তেকে প্রাক্তন স্বামী জনি ডেপের বাদ পড়া নিশ্চিত হবার পর কিছু অসমর্থিত সূত্র জানায় জেমস ওয়ানের ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিরো ফিল্মের দ্বিতীয় পর্বে যোদ্ধা মেরার ভূমিকায় ফিরবেন না অ্যাম্বার হার্ড। তবে হার্ড তা বাতিল করে দিয়েছেন। আমি ‘অ্যাকুয়াম্যান’ ভক্তদের যে পরিমাণ ভালবাসা আর যে পরিমাণ প্রশংসা পেয়েছে তাতে আমি গর্বিত, ‘অ্যাকুয়াম্যান’ আর মেরা ফিরবে,” তিনি বলেন। তিনি আরও জানান ২০২১ সালে চলচ্চিত্রায়ন শুরু হবে। “পয়সা দিয়ে তৈরি গুজব আর পয়সা দিয়ে প্রচারণায় কাস্টিং সিদ্ধান্ত বদলায় ন কারণ এসবের কোনও ভিত্তি নেই। কারণ, ভক্তদের জন্যই ‘অ্যাকুয়াম্যান’ তৈরি হরেছে আর তাদের জন্যই ‘অ্যাকুয়াম্যান টু’ নির্মিত হবে। আমি কাজ শুরু করার জন্য তৈরি,” হার্ড বলেন। এই বছরের শুরুতে ডিসি ফ্যানডোমে পরিচালক ওয়ান জানান জেসন মোমোয়া রূপায়িত ‘অ্যাকুয়াম্যান’-এর দ্বিতীয় পর্ব আরও সিরিয়াস আর আরও প্রাসঙ্গিক হবে। ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স থেকে নেয়া চরিত্র অ্যাকুয়াম্যান ওরফে আর্থার কারি অর্ধেক মানব আর অর্ধেক অ্যাটলান্টিয়ান। প্রথম পর্বে সে তার অতিমানব সত্তাকে মেনে নেয়। প্রথম পর্বে পরিবেশ দূষণ সংক্রান্ত বানিও অন্তর্ভুক্ত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ