Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাইডেনের উপদেষ্টারা করোনা ভ্যাকসিন সরবরাহকারীদের সঙ্গে এ সপ্তাহে বসছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ৮:২০ পিএম

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টারা করোনা ভ্যাকসিন সরবরাহকারীদের সঙ্গে এ সপ্তাহে আলোচনায় বসছেন বলে জানিয়েছেন বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন । তিনি বলেন, নভেল করোনাভাইরাসের কারণে তাদের স্বাস্থ্যসেবা নাজুক হয়ে পড়েছে। সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আর এ কারণে তারা দ্রুত ভ্যাকসিন পাওয়ার আশায় কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসছেন। -নিউইয়র্ক পোস্ট

এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও হোয়াইট হাউসের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্থনি ফাউসি বলেন, তারা আলোচনা শুরু করলে অবশ্যই ভালো হবে। আমরা শিগগিরই তাদের সঙ্গে কাজ শুরু করতে পারি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অুযায়ী, যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে প্রায় ১০ লাখ কোভিড রোগী শনাক্ত হয়েছে। শনিবার পর্যন্ত দিনে গড়ে এ রোগে মারা গেছের ৮২০ জন। দুই সপ্তাহে এ সংখ্যা বেড়েছে ৩৩ শতাংশ। বিশ্বে সোমবার পর্যন্ত কোভিড রোগী শনাক্ত হয়েছে পাঁচ কোটি ৪০ লাখ। মারা গেছেন ১৩ লাখ ১৬ হাজার ৫০২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ