প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নেপাল থেকে আগত প্রখ্যাত নৃত্যগুরু চন্দ্রমান মুনিকর-এর পরিচালনায় ১৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চর্যা নৃত্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। গত ১৬ আগস্ট একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী চর্যা নৃত্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে চর্যা নৃত্য বিষয়ে আলোচনা করেন নেপাল থেকে আগত নৃত্যগুরু চন্দ্রমান মনিকর এবং স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিচালক সোহরাব উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত গোড়ীয় নৃত্য গবেষক প্রফেসর ড. মহুয়া মুখোপাধ্যায় এবং বাংলাদেশের জনপ্রিয় ও বরেণ্য নৃত্যশিল্পী ও পরিচালক আমানুল হক, জিনাত বরকতউল্লাহ, মিনু হক, গেলাম মোস্তফা খান, দীপা খন্দকার, ফারহানা চৌধুরী বেবী, ওয়ার্দা রিহাব, এমআর ওয়াসেক, বেনজীর সালাম, র্যাচেল এগনেস প্যারিস, সামিনা হোসেন প্রেমা, তামান্না রহমান, মাহফুজুর রহমান, মুনমুন আহমেদ, তাবাসসুম আহমেদ, কবিরুল ইসলাম রতন, নিলুফার ওয়াহিদ পাপড়ী, আনিসুল ইসলাম হীরু, বেলায়েত হোসেন খান, ফাতেমা কাশেম, সাজু আহমেদ, মুনিরা বেগম হ্যাপী, সুলতানা হায়দার ও সুকোমল ইফতেখার কাকনসহ আরো অনেক নৃত্যশিল্পী ও পরিচালকবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।