Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের সাত পর্বের ধারাবাহিক শত্রু

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঈদের জন্য নির্মিত হচ্ছে ৭ পর্বের ধারাবাহিক নাটক শত্রু। পুবাইলের বিলবিলা নামের রিসোর্টে চলছে এর শূটিং। এটি রচনা করেছেন রিজওয়ান খান। পরিচালনা করছেন রাফাত মজুমদার রিংকু। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মোশারফ করিম। তার বিপরীতে অভিনয় করছেন কাজী নওশাবা। মোশারফ করিম বলেন, এই মূল গল্প ভাবনা আমার। আমি সব সময়ই দর্শকদের নতুন কিছু দিতে চাই। এবারও তাই হবে। এর গল্পে দেখা যাবে, শহরে পড়াশোনারত ছাত্র বাবার অসুস্থতার খবর পেয়ে গ্রামে যাবে। বাবা কিছু টাকা ছেলেকে দিয়ে যাবে। এই টাকা পেতে ১৩ জন শত্রু ছেলে পিছু লাগে। এই নিয়ে শুরু হয় নানা ধরনের কাহিনী। শহরে পড়াশোনার সময় নওশাবার সাথে পরিচয় হয় আর সেই পরিচয়েই নওশাবা গ্রামে গিয়ে হাজির হয়। শুরু হয় নানা ধরনের ঝামেলা। নাটকে আরও অভিনয় করেছেন শামিম জামান, জুঁই করিম, ফারুক আহম্মেদ, আশিষ খান, জেনিয়া খন্দকার, সোহান খান, অরিন, ওয়াশিম যুবরাজসহ আরো অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদের সাত পর্বের ধারাবাহিক শত্রু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ