প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
রুস্তম পাভরি (অক্ষয় কুমার) কমান্ডার পদমর্যাদার নৌবাহিনীর একজন কর্মকর্তা। দক্ষ কর্মকর্তা হিসেবে তার অনেক সুনাম। অনেক সম্মাননা পেয়েছে সে। বাবার অমতে পারসি ধর্মাবলম্বী রুস্তমের বিয়ে হয় সিন্থিয়া’র (ইলিয়ানা ডি’ক্রুজ) সঙ্গে। নৌবাহিনীর এক সদস্য হিসেবে তাকে মাঝে মধ্যেই জাহাজে যেতে হয়। এমনই এক নৌযাত্রার সময় সিন্থিয়ার সঙ্গে রুস্তমের বন্ধু বিক্রম মাখিজার (অর্জন বাজোয়া) অন্তরঙ্গতা হয়। ক্রমে তাদের সম্পর্ক আরো নিবিড় হতে থাকে রুস্তমের অজান্তে। একবার সে নৌযাত্রা থেকে ফিরে তার স্ত্রীকে বাড়িতে অনুপস্থিত দেখতে পায়। তার সন্দেহ জাগে। কিছু চিঠিপত্র দেখে তার বিশ্বাস দৃঢ় হয় যে তার স্ত্রী বিশ্বস্ত নয়। সে বিক্রমের মুখোমুখি হবার সিদ্ধান্ত নেয়। তর্কাতর্কির একপর্যায়ে রুস্তম পিস্তল বের করে গুলি করে বসে। বিক্রম নিহত হয়। তিনটি গুলি রুস্তমের জীবনকে আমূল বদলে দেয়। তাকে গ্রেফতার করা হয়। সংবাদমাধ্যমে খুনের ব্যাপারটি প্রকাশ পায়। স্ত্রীর অবিশ্বস্ততার বিষয়টি প্রকাশ পাওয়াতে তার পক্ষে জনমত সৃষ্টি হতে বেশি সময় লাগে না। সরকারি আইনজীবী আর আসামি পক্ষের আইনজীবীর মধ্যে যখন যুদ্ধ চলছে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌবাহিনী আর আরও কিছু দফতর এই মামলায় পর্দার পেছনে থেকে জড়িয়ে পড়ে। বিক্রমের বোন প্রীতি মাখিজাও (এশা গুপ্ত) নিহত ভাইয়ের পক্ষ হয়ে শপথ নেয় যেভাবে হোক রুস্তমকে ফাঁসিতে ঝোলাতেই হবে।
১৯৫৯ সালে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা কে.এম. নানাবতী’র হাতে তার স্ত্রীর কথিত প্রেমিকের খুন হবার বাস্তব কাহিনী অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
বলিউড শীর্ষ পাঁচ
১। রুস্তম (অক্ষয় কুমার, ইলিয়ানা ডিক্রুজ, এশা গুপ্ত, শচীন খেদেকার, পবন মালহোত্রা, পারমিত শেঠি, অর্জন বাজওয়া, সহদেব গিরিশ, ঊষা নাদকার্নি, শারদ কেলকার)
২। মহেঞ্জো দারো (হৃতিক রোশন, পূজা হেগড়ে, কবির বেদি, অরুণোদয় সিং, সুহাসিনী মুলায়, নীতিশ ভরদ্বাজ, কিশোরী শাহানে, শারদ কেলকার)
৩। সুলতান (সালমান খান, আনুশকা শর্মা, রণদীপ হুদা, অমিত সাথ)
৪। ঢিশুম (বরুণ ধাওয়ান, জন এব্রাহাম, জ্যাকুলিন ফার্নান্দেজ, অক্ষয় খান্না, রাহুল দেব, সাকিব সেলিম, মহিন্দর অমরনাথ, বিজয় রাজ)
৫। কাবালি (রজনীকান্ত, রাধিকা আপ্তে, উইনস্টন চাও)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।