Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষা উপ-মন্ত্রীর বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ উস্কানিমুলক

বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

ভাস্কর্যের বিরোীধতাকারীদের ঘাড় মটকে দেয়ার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর শ্রদ্ধাভাজন ধর্মীয় নেতাদের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে শিক্ষা-উপমন্ত্রী নওফেল চরম ইসলামবিদ্বেষীর পরিচয় দিয়েছেন। উপ-মন্ত্রীর ঘাড় মটকে দেবার বক্তব্য ঈমানদার জনতার সাথে যুদ্ধ ঘোষণার ইঙ্গিত বহন করে। শিক্ষা উপমন্ত্রীকে ঔদ্ধত্যপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্যের জন্য অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ: ইসলামী আন্দোলন বাংলাদেশে-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান নওফেলের ঔদ্ধত্যপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
গতকাল এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর শ্রদ্ধাভাজন ধর্মীয় নেতাদের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে শিক্ষা-উপমন্ত্রী নওফেল চরম ইসলামবিদ্বেষীর পরিচয় দিয়েছেন। নেতৃদ্বয় বলেন, দেশের কোন ইসলামী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অশ্রদ্ধা ও অসম্মান করেননি। তারা বলেন, বঙ্গবন্ধু শুধু কোন দল বা গোষ্ঠীর নেতা নন। স্বাধীনতার স্থপতি হিসেবে তাকে সবাই সম্মান করেন। সঠিক পদ্ধতিতে বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত কামনার অধিকার সবারই আছে। নগরীর দোলাইপাড়ে ভাস্কর্যের নামে বঙ্গবন্ধুর মূর্তির পরিবর্তে আল্লাহর নিরানব্বই নাম খচিত মিনার নির্মাণের দাবি করা যে বঙ্গবন্ধুর অসম্মান নয় বরং তাকে আরো শ্রদ্ধার আসনে বসানো, একথা যে উপলব্ধি করতে পারে না সে কি করে বিরানব্বই ভাগ মুসলমানের দেশের শিক্ষা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর দায়িত্ব পায়, তা আমাদের বুঝে আসে না। উপ-মন্ত্রী নওফেল দেশের সম্মানিত ধর্মীয় নেতৃবৃন্দ ও তৌহিদী জনতার বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর অন্তরে আঘাত দিয়েছেন। এরূপ ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য দেশবাসীর সামনে নওফেলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নেতৃদ্বয় আরো বলেন, দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তি নওফেলকে শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

খেলাফত মজলিস: বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাস্কর্যের বিরোীধতাকারীদের ঘাড় মটকে দেয়ার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। গতকাল এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ভাস্কর্যের নামে রাস্তাঘাটে মূর্তি স্থাপনের সংস্কৃতি দেশের তাওহিদী জনতা বরদাস্ত করবে না। । কোন জাতীয় নেতাকে স্মরণীয় করে রাখার জন্য অনেক উপায় আছে। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বা ভাস্কর্য স্থাপন বন্ধ করতে হবে। ঈমানের সাথে সাংঘর্ষিক মূর্তি বা ভাস্কর্য সংষ্কৃতি মুসলমানরা মেনে নিবে না। তাই এ দেশের আলেম-ওলামা নির্বিশেষে তাওহিদী জনতা সব সময় ভাস্কর্যের নামে রাস্তার মোড়ে মোড়ে যেকোন মূর্তির বিরোধী করে আসছে। সম্প্রতি ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের বিরোধীতাকারী আলেম- ওলামা তথা তাওহিদী জনতাকে উদ্দেশ্য করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। ঘাড় মটকে দেয়ার হুমকি দিয়ে মুসলমানদের ঈমানী চেতনাকে স্তব্ধ করে দিতে চাইছেন। কিন্তু শিক্ষা উপমন্ত্রীর মনে রাখা উচিত তাওহিদী জনতা কোন হুমকি ধমকি বা চোখ রাঙ্গানীকে পরোয়া করে না।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে। ইসলাম ধর্মেও কোন জোর জবরদস্তির অবকাশ নেই। নেতৃদ্বয় বলেন, এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ অবহমানকাল থেকে শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছে। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে স্ব স্ব ধর্ম পালন করে আসছে। কিন্তু বাংলাদেশে অটুট সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এক শ্রেণির লোক বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক কর্মকান্ড চালাচ্ছে, ইসলামের বিরুদ্ধে উস্কানিমূলক শ্লোগান দিচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছে। এসব ষড়যন্ত্র ও উস্কানিমূলক কর্মকান্ডের বিরুদ্ধে সাবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কোন গুজব বা ফাঁদে পা দেয়া যাবে না। যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে হবে।
বিবৃতিতে নেতৃদ্বয় শিক্ষা উপমন্ত্রী নওফেলকে ‘ঘাড় মটকে দেয়ার’ হুমকির দিয়ে প্রদান করা বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। একই সাথে ৯২ ভাগ মুসলমানরে দেশে ভাস্কর্যের নামে রাস্তাঘাটে মূর্তি স্থাপণ বন্ধের দাবি জানান।

ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ : ভাস্কর্যের নামে বঙ্গবন্ধুর মূর্তি না বানানোর দাবি জানিয়ে ঈমানদার জনতার গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম সাহেবের প্রতি ইঙ্গিত দিয়ে শিক্ষা উপমন্ত্রীর দেয়া বক্তব্যে দেশবাসী হতবাক হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির।

এক বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি বলেন, শিক্ষা উপ-মন্ত্রী “বাড়াবাড়ি করবেন না, ঘাড় মটকে দেবো” বলে বক্তব্য দিয়ে শপথ ভঙ্গ করেছেন কিনা একটু খতিয়ে দেখবেন। তিনি বলেন, উপ-মন্ত্রীর ঘাড় মটকে দেবার বক্তব্য ঈমানদার জনতার সাথে যুদ্ধ ঘোষণার ইঙ্গিত বহন করে। শহিদুল ইসলাম কবির বলেন, শিক্ষা উপ-মন্ত্রীর বক্তব্যে দেশের ঈমানদার মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। তিনি উপমন্ত্রীকে অবিলম্বে ধৃষ্টতামূলক বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।



 

Show all comments
  • Jack Ali ১৬ নভেম্বর, ২০২০, ১২:১২ পিএম says : 0
    May Allah's curse upon those who are enemy of Allah.. O'Allah we are oppressed by them so much we are becoming mental patient.. O'Allah send us a Muslim ruler who will rule our country by the Law of Allah then we will able to live in our in peace and also there will no more poor people and also we will be also able to developed our country better than China.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী দল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ