Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক নিথর ১০ প্রাণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩, পিরোজপুরে ২, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম, বরিশাল, খুলনা ও চাঁদপুরে একজন করে।

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে গতকাল সকাল থেকে পূথক তিনটি স্থানে সড়ক দূর্ঘটনায় ৩জন নিহত ও পাঁচজন আহত হয়েছে। নগরীর শাহ মখদুম থানা এলাকার আমচত্বর এলাকায় ফয়সাল নামে ১ ব্যক্তি, নওদাপাড়া এলাকায় চারঘাট থানা এলাকার বাসিন্দা জামেরুল নামে এক বৃদ্ধ এবং নগরীর দাসপুকুর এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি সড়ক দূর্ঘটনায় মারা যান। তাদের লাশ রাজশাহী মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
রাজশাহী মহানগরীতে বাসের ধাক্কায় অজ্ঞাত এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নগরীর দাশপুকুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রাজপাড়া থানা পুলিশ জানায়, মারা যাওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

খুলনা ব্যুরো জানায়, খুলনা-সাতক্ষীরা সড়কে ডুমুরিয়া কলেজ মোড়ে গতকাল রবিবার দুপুর ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আব্দুল মতিন গাজী (৬০) নিহত হয়েছে। অপর আরোহী আহত। নিহত মতিন গাজী খুলনার লবণচোরা এলাকার মৃত মোহাম্মদ আলী গাজীর ছেলে।

বরিশাল ব্যুরো জানায়, বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় অ্যাম্বুলেন্স চাপায় রিপন খান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল সকাল পৌঁনে ১১টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিপন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের মৃত চাঁন খানের ছেলে।

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় তামান্না আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের কমলনগর উপজেলার চরজাঙ্গালীয়া এসসি উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামান্না লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর এলাকার মো. শরিফের স্ত্রী।

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে জানান, চাঁদপুর শহরের পুরানবাজারে রাস্তার উপর গড়ে ওঠা অবৈধ বৌ-বাজারে গাড়ি চাপায় নিরব (৮) নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল ১১টায় এ ঘটনা ঘটে। শিশু নিহত হওয়ার ঘটনায় কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা অগ্রনী ব্যাংকের পাজেরো গাড়িটি ভাংচুর করে গাড়ির চালক মুনিরকে (৩৫) মারধর করে। তবে গাড়িতে থাকা তিন বস্তা টাকা অক্ষত অবস্থায় ব্যাংক কর্তৃপক্ষ রক্ষা করতে সক্ষম হয়। নিহত নিরব পুরানবাজার ১নং ওয়ার্ডে মোম ফ্যাক্টরি এলাকার দিনমজুর মিশু উদ্দিনের পুত্র।

কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় হানজালাল (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হানজালাল উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। গতকাল দুপুরে শ্যামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের মথ্য তেতুলবাড়িয়া গ্রামে শনিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় রাব্বী (১৬) ও ইমন (১৭) নামের নবম শ্রেণির দুই স্কুলছাত্র নিহত এবং রাকিব নামের এক যুবক আহত হয়েছে।
আহত রাকিবকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত রাব্বী তেতুলবাড়িয়া গ্রামের কাতার প্রবাসী জাহাঙ্গীর ফরাজীর একমাত্র ছেলে এবং ইমন একই গ্রামের সউদী প্রবাসী আ. হালিম বেপারীর ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিথর-প্রাণ

১৪ ডিসেম্বর, ২০২০
১৬ নভেম্বর, ২০২০
৫ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ