মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে বন্দুক হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। রোববার দেশটির জাতীয় মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে।
দ্য ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি) এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার রাতে বেনিশাঙ্গুল-গুমুজ অঞ্চলে এই হামলার ঘটনা ঘটেছে। ‘হতাহতের ধারণাকৃত সংখ্যা এখন ৩৪, এটি আরও বাড়তে পারে।’ কমিশনের এক মুখপাত্র হতাহতদের সবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ইএইচআরসি জানিয়েছে, ডিবেট প্রশাসনিক এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। তিনটি ভিন্ন এলাকায় একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। হামলাকারী আশ্রয়ের খোঁজে পালিয়ে বেড়াচ্ছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নোবেল বিজয়ী প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার বেনিশাঙ্গুল-গুমুজ এলাকায় সাম্প্রতিক সহিংসতার বিষয়ে খুব কম তথ্য সরবরাহ করছে। সূত্র : এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।