Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফোক গান নিয়ে ব্যস্ত অংকন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ফোক গানে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পীদের অন্যতম অংকন ইয়াসমিন।, ২০০৯ সালে বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর মেলা’ প্রতিযোগিতায় ‘খ’ বিভাবে অংশগ্রহণ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে গোল্ড মেডেল অর্জন করেন। ২০১১ সালে কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়েছিলেন অংকন। ২০১৬ সালে চ্যানেল আই বাংলার গান’ রিয়েলিটি শো’তে অংশ নিয়ে অংকন সেকেন্ড রানার্স আপ হয়েছিলেন। ২০১৮ সালে ধ্রুব মিউজিক স্টেশন থেকে তার প্রথম মৌলিক গান ‘ভালো থাকতে দিলিনা’ প্রকাশিত হয়। প্রথম গানেই বেশ সাড়া ফেলেন অংকন। পরবর্তীতে বিভিন্ন সময়ে তার মৌলিক গান ‘বিচ্ছেদের করাত’, ‘আমারে ছাড়িয়া’, ‘তৃষ্ণা’, ‘আমায় করলি পর’ ‘শ্যাম কলংক’, ‘দুঃখ যতো দাও’, ‘তালা লাগাইছে’,‘যে প্রেমেতে’, ‘বন্ধু যায়’সহ আরো বেশকিছু গান প্রকাশিত হয়। সর্বশেষ ফোক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘বন্ধু যায়’ গানটি। অংকন ‘পদ্মপুরাণ’ সিনেমায় প্লে-ব্যাকও করেছেন। সাম্প্রতিক সময়ে তার ছয়টি গান ফোক স্টেশনে প্রকাশিত হয়েছে। গানগুলো হচ্ছে ‘জলের ঘাট’, ‘মোর বন্ধুয়া’, ‘বন্ধু যায়’, ‘অভাগীর বাসরে’, ‘আমার মন ভালোনা’, ‘ও আমার দরদী’। অংকন বলেন, ‘শুরুতেই আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা যে তারা আমাকে আজকের অবস্থানে আসার ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছেন। ফোক গানে দিন দিন আমার ব্যস্ততা বাড়ছে। এটাই চেয়েছিলাম আমি। দেশের বড় বড় প্ল্যাটফর্মে ফোক গান করার সুযোগ পাচ্ছি, এটা অনেক বড় সৌভাগ্যের। যারা আমাকে নানানভাবে সহযোগিতা করছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, ঋনী।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যস্ত-অংকন

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ