প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এমিলি ব্লান্ট এবং জন ক্রাজিনস্কি অভিনীত ‘আ কোয়ায়েট প্লেস’-এর জগত আরও একটি বড় হচ্ছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘আ কোয়ায়েট প্লেস’ হরর ফিল্মের মূল ঘটনার সঙ্গে সম্পর্কিত কাহিনী নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে। দুই ড্রামা ফিল্ম ‘মাড’ ও ‘লিভিং’ পরিচালক জেফ নিকল্স নতুন ফিল্মটি পরিচালনা করবেন। ক্রাজিনস্কি নিজেই প্রথম চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এবং যৌথভাবে কাহিনী লিখেছিলেন, এছাড়া এর মুক্তি প্রতীক্ষিত সিকুয়েলও তিনি পরিচালনা করেছেন; স্পিন-অফের কাহিনীর ধঅরণাও তার। পরিকল্পিত চলচ্চিত্রটি তিনি মাইকেল বে, অ্যানড্রু ফর্ম এবং ব্র্যাড ফুলারের সঙ্গে প্রযোজনা করবেন। ‘আ কোয়ায়েট প্লেস’ মহাবিপর্যয়োত্তর এক শহরের একটি পরিবারের গল্প যারা এমন এক প্রাণীর কবলে পড়ে যে চোখে দেখতে পায় না, শুধু ক্ষীণ শব্দ তরঙ্গ শুনে মানুষকে ভয়ানক গতিতে আক্রমণ করে। পরিবারের এক শিশু এদের হাতে নিহত হয়, আগে থেকেই তারা নিজেদের রক্ষায় পরিবারটি বিভিন্ন উপায় বের করে রেখেছে। ২০ মিলিয়ন ডলারেরও কম বাজে নির্মিত ‘আ কোয়ায়েট প্লেস’ ৩৪০ মিলিয়ন ডলার আয় করে। ‘আ কোয়ায়েট প্লেস টু’ মার্চে মুক্তি পাবার কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে ২৩ এপ্রিল ২০১২ ফিল্মটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।