নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নেপালের বিপক্ষে মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচকে সামনে রেখে সতর্ক থেকেই অনুশীলন সারলেন সাদ উদ্দিন-মাহবুবুর রহমান সুফিল’রা। রোববার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের নির্ধারীত সূচি থাকলেও তা নিয়ে যাওয়া বেলা ৩টায়। অনুশীলন শুরুর ১৫ মিনিট আগেই স্টেডিয়ামে হাজির হন ফুটবলাররা। শারীরিক দূরত্ব বজায় রেখেই তাদের সঙ্গে আসেন জাতীয় দলের নতুন ম্যানেজার আমের খান। কিছুক্ষণ পরে আসেন জাতীয় দলের সঙ্গে থাকা পর্যবেক্ষক ইমতিয়াজ হামিদ সবুজ। এমন সতর্ক অবস্থান দেখা গেছে দলের প্রধান কোচ ব্রিটিশ জেমি ডে’র করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসার খবরে।
প্রধান কোচ করোনায় আক্রান্ত। তাই সহকারী কোচ স্টুয়ার্ট উইটকিসের তত্বাবধানে অনুশীলন করেন তপু-ইব্রাহিমরা। তবে অনুশীলনে প্রিয় কোচ জেমিকে না পাওয়ার আক্ষেপ ছিল সবার চোখে-মুখেই। এ প্রসঙ্গে ম্যানেজার আমের খান বলেন, ‘একটি পরিবারের যদি কেউ অসুস্থ হয়, সেটার প্রভাবতো পড়বেই। যদিও আমরা আজ সকালেই ফের করোনা পরীক্ষা করিয়েছি জেমির।’
দলের সঙ্গে মাঠে না আসতে পারলেও নির্দেশনা ঠিকই দিয়েছেন জেমি। প্রথম ম্যাচের ম্যাজিকেল গোলদাতা ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল বলেন, ‘অনুশীলনে আসার আগে কোচ আমাদের পজিটিভ থাকতে বলেছেন যে, এগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। তার উপসর্গ ছিল। যা তিনি আগে থেকেই বুঝতে পারছিলেন। তাই আমাদের বলেছেন এগুলো নিয়ে তোমাদের চিন্তার কিছু নেই। কোচকে (উইটকিস) যেভাবে বলে দিয়েছি সেই ভাবে তোমরা কাজ করো।’ তিনি যোগ করেন, ‘আমাদের সঙ্গে জেমি যেভাবে কাজ করছিলেন, আমি মনে করি পরের ম্যাচে তার থাকাটা খুবই গুরত্বপূর্ণ। প্রথম থেকে এখন পর্যন্ত যতটুকু সাহায্য করেছেন সেটা আমাদের জন্য পজিটিভ সাইন। আমরা হঠাৎ করে শুনেছি যে তার করোনা পজিটিভ। আজকে তিনি মাঠে নেই বলে আমাদের খারাপ লাগছে। তিনি হয়তো নতুন কিছু শেখানোর জন্য প্রস্তুত ছিলেন। সেটা করতে পারেনি। আজ সহকারী কোচ থেকে অন্য কোচরা পাসিং নিয়ে অনুশীলন করিয়েছেন। আশা করি জেমির অনুপস্থিতিতে দ্বিতীয় ম্যাচে কোনো সমস্যা হবে না। তিনি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন।’ সেরা একাদশে জায়গা পাওয়া নিয়ে এখন কোন মাথাব্যাথা নেই সুফিলের, ‘সেরা একাদশে থাকবো কিনা, তা নিয়ে ভাবছি না। আমাকে ৫ কিংবা ১০ মিনিট দেয়া হোক, আমি যেন আমার সেরাটা দিতে পারি এটাই চেষ্টা করব।’
মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি সিরিজের শেষ ম্যাচের জন্য প্রস্তুত বলে জানালেন আরেক ফরোয়ার্ড সাদ উদ্দিন। তিনি বলেন. ‘অনেক দিন পর মাঠে ফিরে জয় পেয়েছি বলে সবাই খুশি। এখন দ্বিতীয় ম্যাচের জন্য আরও ভালভাবে প্রস্তুত হচ্ছি। প্রথম ম্যাচে অনেকগুলো ভুল ছিল আমাদের। পরের ম্যাচে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করব। তবে জেমিকে আমরা মিস করছি এটা সত্যি।’ তিনি যোগ করেন, ‘দলের সবার আরও উন্নতি করা উচিত। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে কিছু জায়গায় আমরা খারাপ করেছি, আবার অনেক জায়গায় ভাল ছিল। তবে এখনো কাজ করা দরকার। আশা করি কাতার ম্যাচের আগে সমস্যাগুলো কাটিয়ে ওঠতে পারবে দল।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।