Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরিদের প্রতি নজর দিতে হবে সমগ্র দুনিয়াকে : নওয়াজ

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাশ্মীর পরিস্থিতির দিকে নজর দিতে হবে সমগ্র দুনিয়াকে। স্বাধীনতার অধিকার আদায়ের জন্য ব্যাপক হারে যেভাবে কাশ্মীরিরা জীবন দিচ্ছেন সেদিকে নজর দেয়া উচিত আন্তর্জাতিক সমাজের। এক বৈঠকে এসব কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানের বেলুচিস্তান এবং পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের মানুষের স্বাধীনতার দাবির প্রতি সমর্থন ঘোষণার পরদিনই কাশ্মীরিদের দেশজ স্বাধীনতা সংগ্রামের প্রতি সমর্থন অব্যাহত রাখবেন বলে ঘোষণা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গত মঙ্গলবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিদায়ী প্রেসিডেন্ট সর্দার মোহাম্মদ ইয়াকুবের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ। সেখানেই কাশ্মীরি জনগণের নিজস্ব স্বাধীনতার লড়াইয়ের প্রতি তার সরকারের পূর্ণ নৈতিক-কূটনৈতিক-রাজনৈতিক সমর্থন বহাল রাখার কথা জানান। শরিফ বলেন, যে নিরস্ত্র-নিরপরাধ কাশ্মীরিরা অবিচ্ছেদ্য স্বাধীনতার অধিকারের জন্য ব্যাপক হারে জীবন দিচ্ছেন, তাদের ওপর ঘটে যাওয়া সাম্প্রতিক নৃশংসতার দিকে নজর দেয়া উচিত আন্তর্জাতিক অঙ্গনের। পিটিআই, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীরিদের প্রতি নজর দিতে হবে সমগ্র দুনিয়াকে : নওয়াজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ