Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাকের ধাক্কায় ৩ পুলিশ আহত

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে বালু ভর্তি ড্রাম ট্রাকের ধাক্কায় তিন পুলিশ গুরুতর আহত হয়েছে। বুধবার রাত ২টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো- শ্রীপুর মডেল থানার এস.আই আব্দুস সালাম, কনস্টেবল শামসুল হক ও আবুল হাসেম। আহতদের মধ্যে কনস্টেবল আবুল হাসেমকে গুরুতর অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ও অপর আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, শ্রীপুর থানার এস.আই আব্দুস সালাম রাত্রীকালীন পেট্রোল ডিউটি করার সময় লেগুনা দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার পৌঁছলে পিছন দিক থেকে একটি বালুভর্তি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে লেগুনা উল্টে গিয়ে ৩ পুলিশ আহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাকের ধাক্কায় ৩ পুলিশ আহত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ